Pabitra Prem, Eagle Music brings a new love song for Bengali music lovers. Presenting official music video of Pabitra Prem by Shafiq Tuhin, exclusively only on eagle music's special music video channel "Eagle Music Video Station".
Song Info :
Song - Pabitra Prem
Singer - Shafiq Tuhin
Lyrics, Tune & Composition - Shafiq Tuhin
Music Arrangement - Rafi
Starring - Apurba, Tanjin Tisha
Cinematography - Kamrul Shetty
Edit, Color - Shamim Hossain
Directed by - Ponir Khan
Label : Eagle Music
Pobitra Prem Lyrics By Shafiq Tuhin:
এক মহাকাল ধরে যদি দেখি তোমায়
ভরবেনা মন তবু হায়
যদি লক্ষ-কোটিবার বলি ভালবাসি তোমায়
সেও খুব কম হয়ে যায়
তুমি আমার প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভেতর বাহিরে সবখানেই।
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র কোন কিছু নেই,
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র আর কিছু নেই।
জন্ম থেকে ওই মৃত্যু অবধির,হয় যদি একটি পলক
হোক তবে ভালবাসা বাসি দুজনের চোখে রেখে দুটি চোখ
তুমি আমার প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভেতর বাহিরে সবখানেই।
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র কোন কিছু নেই,
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র আর কিছু নেই।
কোন সীমারেখা মানে না এ মন,তোমার কাছে ছুটে যায়
ও স্বপ্নেরই হিমালয় রেখেছি বুকে,তোমাকে পাবারই আশায়
তুমি আমার প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভেতর বাহিরে সবখানেই।
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র কোন কিছু নেই,
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র আর কিছু নেই।
এক মহাকাল ধরে যদি দেখি তোমায়
ভরবেনা মন তবু হায়
যদি লক্ষ-কোটিবার বলি ভালবাসি তোমায়
সেও খুব কম হয়ে যায়
তুমি আমার প্রার্থনা, তুমি আমারই আরাধনা
তুমি আছো ভেতর বাহিরে সবখানেই।
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র কোন কিছু নেই,
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র আর কিছু নেই।
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র কোন কিছু নেই,
ও তোমারই প্রেমেরই মত, পবিত্র আর কিছু নেই।