Tumi Amar Prothom Sokal Lyrics (তুমি আমার প্রথম সকাল) Tapan Chowdhury

Tumi Amar Prothom Sokal Lyrics By Tapan Chowdhury



Song: Tumi Amar Prothom Sokal
Singers: Tapan Chowdhury and Shakila Zafar
Lyric: Latiful Islam Shibly
Tune: Asiquzzaman Tulu
Label: Soundtek

Tumi Amar Prothom Sokal Lyrics By Tapan Chowdhury:

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা । 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা । 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা। 

তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া। 
তুমি আমার খর রোদে
মিষ্টি হিমেল হাওয়া। 
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা। 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা। 

তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন। 
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ। 
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা। 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল—
লা লা লা লা লা লা লা
Previous
Next Post »