Icche Ghuri Lyrics (ইচ্ছে ঘুড়ি) Shironamhin

Icche Ghuri Lyrics By Shironamhin



ইচ্ছেঘুড়ি গানটি লিখেছেন জিয়াউর রহমান। ইচ্ছেঘুড়ি গানটি গেয়েছেন শিরোনামহীন।ইচ্ছেঘুড়ি প্রকাশ হয়েছিল ২০০৬ সালে।

শিরোনাম: ইচ্ছে ঘুড়ি
ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান
প্রকাশকালঃ ২০০৬

Icche Ghuri Lyrics By Shironamhin:

এই হাওয়ায় ওড়াও তুমি
তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা
তোমার আকাশ করছে চুরি

সূর্য বসাও আকাশের নীল
ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে
ব্যস্ত সময় যাচ্ছে চলে

হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
ওড়াও ওড়াও সুতোর টানে
আকাশের নীল যাচ্ছে চুরি

শুভ্র সেই মেঘের ভীড়ে
তোমার সব ইচ্ছে ওড়ে
আকাশ খেয়ালী মনে
হারায় কিছুই না জেনে

তোমার সুতোয় বাঁধা আকাশ
ঝড়ো হাওয়ায় রঙ হারালে
নির্বাক ইচ্ছে, আচমকা দিশেহারা

এই আলোয় হাঁটছো একা
সঙ্গী করো আমায় তুমি
বেয়াড়া যত মেঘের ছায়া
করছে চুরি স্বপ্নভূমি

নীলের আকাশ গোলাপী হলে
ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সুতোয় বাঁধা ছাড়িয়ে আকাশ
অন্য ভুবন দেখবে বলে

হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়
ভাঙছে তোমার মেঘলা রেখা
ওড়াও ওড়াও সুতোর টানে
আকাশ আবার হবে যে দেখা।


Previous
Next Post »