Ekla Holei Bujhte Pari Lyrics (একলা হলেই বুঝতে পারি) Mathim Shakib

Ekla Holei Bujhte Pari Lyrics By Mathim Shakib



একলা হলেই বুঝতে পারি গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। একলা হলেই বুঝতে পারি গানটি গেয়েছেন মাহতিম সাকিব।একলা হলেই বুঝতে পারি গানটিতে মিউজিক দিয়েছেন মুসফিক লিতু।গানটির ডাইরেক্টর ছিলেন সুজন আহমেদ।

Song Info :
Song Name : Ekla Holei Bujhte Pari
Singer : Mahtim Shakib
Tune : Nazir Mahmud
Music : Musfiq Litu
Lyrics : Robiul Islam Jibon
Director : Sujon Ahmed
Label : Cd Choice

Ekla Holei Bujhte Pari Lyrics By Mathim Shakib:

একলা হলেই বুঝতে পারি ভালবাসি কত,
আমি একলা হলেই বুঝতে পারি ভালবাসি কত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত।
এই জিবনে কেউ তো আর হয়না তোমার মতো,
একটা তুমি আছো বলে ভাল আছি এত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত।


দূরে গেলে তোমার প্রতি মায়া বাড়ে আরো,
কেমন করে এমন প্রেমে বাঁধতে আমায় পারো।
দিনগুলো সব তোমার নামে হোক না আমার গত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত।


জুড়ে থাকো আমার এ মন অবুঝ অনুরাগে,
তোমায় নিয়ে ভাবতে গেলে সবচে ভাললাগে।
দিনগুলো সব তোমার নামে হোক না আমার গত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত।

একলা হলেই বুঝতে পারি ভালবাসি কত,
আমি একলা হলেই বুঝতে পারি ভালবাসি কত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত,
একটা তুমি আছো বলে ভাল আছি এত।

Previous
Next Post »