Hera Hote Hele Dule Lyrics (হেরা হতে হেলে দুলে) Hasan Arib

Hera Hote Hele Dule Gojol By Hasan Arib



Song: Hera Hote Hele Dule
Lyric & Tune: Kazi Nazrul Islam
Singer: Hassan Arib 
Sound Design: Ishrak Hussain
Music Direction: Humayun Kabir Shabib 
Video & Edit: Mahdi Hasan

Hera Hote Hele Dule Gojol By Hasan Arib:


হেরা হতে হেলে দুলে নূরানী 
তনু ও কে আসে হায়, 
সারা দুনিয়ার হেরেমের পর্দা 
খুলে খুলে যায়...
সে যে আমার কামলিওয়ালা..কামলিওয়ালা।

হেরা হতে হেলে দুলে নূরানী 
তনু ও কে আসে হায়, 
সারা দুনিয়ার হেরেমের পর্দা 
খুলে খুলে যায়...
সে যে আমার কামলিওয়ালা... কামলিওয়ালা।

তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল
ঝ’রে ঝ’রে যায়...
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।

হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়, 
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়...
সে যে আমার কামলিওয়ালা... কামলিওয়ালা।
Previous
Next Post »