Beche Theke Labh Ki Bol Lyrics (বেঁচে থেকে লাভ কি বল) Arijit Singh

Beche Theke Labh Ki Bol Lyrics By Arijit Singh


Movie -  Rangbaaz
Song Name - Beche Theke Lav Ki Bol (বেঁচে থেকে লাভ কি বল)
Singer - Arijit Singh
Music Composer - Jeet Gannguli
Lyrics - Prasen
Choreographer - Baba Yadav
Director - Raja Chanda
Producer - Surinder Films Pvt. Ltd

Beche Theke Labh Ki Bol Lyrics By Arijit Singh:

বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল মন কোথা কার
জানি স্বপ্ন তার পাতায় কত কি,
কত যত্নে দেখেছি আর লিখেছি
যা চলে তুই.. সব ভুলে তুই,
যা চলে তুই.. সব ভুলে তুই
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল
মন কোথাকার   ..

কেন হয় এমনমনে নেই তো মন
হাওয়া বড়ই বে-রঙিন
নারে না নয় সহজপাওয়া তোর মতন
আর কাউকেও কোনোদিন
হারিয়ে গেলামফুরিয়ে এলাম;
চোখে শুকিয়ে গেল জল
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল
মন কোথাকার.. ..

কি যে বলবো আর দূরত্ব টার
দেখি নেই রে কোনো শেষ
তবু দেখ না তুইবসে পাশ'টা তেই
গেলি আলোকবর্ষ দেশ
হারিয়ে গেলামফুরিয়ে এলাম;
চোখে শুকিয়ে গেল জল
বেঁচে থেকে লাভ কি বল,
তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল
মন কোথাকার.. ..
Previous
Next Post »