তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল | Tumi Shutoi Bedhecho Shaplar Phul | Shobir Nondi Lyrics


তুমি সুতুই বেধেছো শাপলার ফুল

Song : Tumi Sutoy Bedhecho Shaplar FulMovie : Hazar Bochor DhoreSinger : Subir Nandi & Anupama MuktiCast : Riaz & ShoshiLyric : Gazi Mazharul AnwarTune & Music : Ahmed Imtiaz BulbulScreenplay, Director & Producer : Kohinur Akter SuchandaLabel : G Series


___________________________°__________________________

তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন? (২)
আমি জীবন বেধেছি,মরণ বেধেছি,
 ভালবেসে সারাক্ষন,ভালবেসে সারাক্ষন।
তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন? 

তুমি কেন এত ভয় ভয় করো, আসনা আমার কাছে, 
তুমিতো জানো কত কথা এই অন্তরে জমা আছে,
অন্তরে জমা আছে।
সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি,আসিনা তোমার কাছে,
নিন্ধুকেরই কলঙ্ক হায়, পাও যদি তুমি পাছে,
পাও যদি তুমি পাছে।
আমি তোমার জন্যে শয়ে যাব শত নিন্ধারী ধ্বংসন,
নিন্ধারী ধ্বংসন।

তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন? 

তুমি আর আমি কাহিনী হব,বাংলার ঘরে ঘরে,
মিলনে বিরহে পাশাপাশি রব, হাজার বছর ধরে,
হাজার বছর ধরে।
দুটি হৃদয়ের বয়ে যাবে নদী,কত না উজান ভাঁটি,
আকাশে বাতাসে ধনিত হবে,এই প্রেম চির খাঁটি,
এই প্রেম চির খাঁটি।
আমি তোমাকে হাড়ালে,অবিরাম হবে দু চোখে বর্ষণ।
দু চোখে বর্ষণ।

তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন? (২)
আমি জীবন বেধেছি,মরণ বেধেছি,
 ভালবেসে সারাক্ষন,ভালবেসে সারাক্ষন।

(ফাহাদুল★সুমি)

Previous
Next Post »