Ekta Chele Lyrics ( একটা ছেলে) Sahana

Ekta Chele Lyrics ( একটা ছেলে) Sahana



Title - একটা ছেলে | Ekta CheleContributing Artist - SahanaAlbum - Jhalmuri 1


একটা ছেলে মনে আঙিনাতে, 
ধীর পায়েতে এক্কা - দোক্কা খেলে
বণ পাহাড়ি ঝর্না খুজে
বৃষ্টি জলে একলা ভিজে
একটা ছেলে মনে আঙিনাতে, 
ধীর পায়েতে এক্কা - দোক্কা খেলে
বণ পাহাড়ি ঝর্না খুজে
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুয়ে ফেলে
সেই ছেলেটা আমায় ছুয়ে ফেলে।
♪♪♪♪♪
আমিতো বেশ ছিলাম চুপি সারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
আমিতো বেশ ছিলাম চুপি সারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
♪♪♪♪♪
ছোট্ট আমি দুষ্ট আমি সেজে
কেমন যেন হলাম ঝড়সর
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়
বণ পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভাল সেই ছেলে।
বণ পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভাল সেই ছেলে।



Previous
Next Post »