এক মুঠু রোদ্দুর | EK Mutho Roddur - Balam (Lyrics)

EK Mutho Roddur - Balam (Lyrics)



Here's presenting, 'Ek Mutho Roddur', the popular song from Balam's much awaited self titled album 'Balam'. 'Ek Mutho Roddur' is of Soft Rock Melodious genre, probably the first of its kind in Bengali Songs, composed and brought to life by the mesmerizing, haunting music direction voice of Balam.'Shob Bhooturey', is a quintessential Bengali ghostlore starring Abir Chatterjee, Sohini Sarkar and Ida Dasgupta in pivotal roles. 'Shob Bhooturey' is releasing on the 8th of September, 2017.


আজ তোমার জন্য ব্যস্ত শহরে,চলছে ভালবাসার মিছিল
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।

রাতের আকাশ জাগে,তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে রাতের আদরে
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।
পাহাড়ে পাহাড়ে ফুটল বনফুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
পিচ ঢালা পথে রাঙাল,কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে,সাজল পথ
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।
আকূল আমার এ প্রাণ,হল ব্যাকুল।
Previous
Next Post »