Shototar Bilashita Lyrics (সততার বিলাসিতা) Rupam Islam
Shototar Bilashita Lyrics by Rupam Islam from Mission F :
Song – Satotar Bilasita (সততার বিলাসিতা)
Singer – Rupam Islam
Chandra – bass, backing vocals
Deep – guitar, backing vocals And composer
Snehasish And Tanmoy – drums, percussion
Allan Ao – guitar, backing vocals
Shototar Bilashita Lyrics In Bengali :
সততার বিলাসিতা আর নয়
এটা যুদ্ধ জিতবার সময়
দেয়ালে যদি পিঠ ঠেকে যায়
তবে ঘুরে দাঁড়াতে হয়।
মূল্যবোধের ভীষণ অবক্ষয়
তারও দায়ভার কাঁধে নিতে হয়
আমি সব ক্রুশ কাঁধে নিতে রাজি
যাতে বিদ্ধ এ সময়।
সখী ভালবাসা কারে কয় ?
ভালবাসা মানে শুধু অপচয়,
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে যত
হেরে যাওয়ার ভয়।
সখী ভালবাসা কারে কয় ?
ভালবাসা মানে শুধু অভিনয়
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে যত
হেরে যাওয়ার ভয়।
হারিয়েছি যা, জানি ফিরে পাবো না
সব সত্যি কল্পনা, আজ নিছক গল্প না
মনে হয়।
কত শীতল সুবাতাস
কত রোদেলা আকাশ
রাত জাগা হা–হুতাশ
বল দেবে ভুলিয়ে, কি সময়?
প্রকৃতি জানে, কোন স্বপ্নের শ্মশানে
ঠিক কখন কিভাবে, দুঃস্বপ্ন পোড়াবে
ঘুম আমার।
তবু হাল তো ছাড়িনি,
আমি হারতে পারিনি
কেউ তাকাক না তাকাক,
বুক চিতিয়ে দাড়াক অহংকার।
সব অকারণ বিনয়ের নয় ছয়
পুড়ে যাওয়া হাড়ে ভানহীন প্রত্যয়
শত্রুর ছোড়া যুদ্ধের চ্যালেঞ্জ–এ
ভেঙ্গে গেছে সংশয়।
হয়ে যাক আজ এসপার–ওসপার
সমাধান হোক সব সমস্যার
পড়ে থাক যত নীতিবোধ আর
হিতোপদেশের আশ্রয়।
সখী ভালবাসা কারে কয় ?
ভালবাসা মানে শুধু অভিনয়
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে যত
সততার বিলাসিতা আর নয়
এটা যুদ্ধ জিতবার সময়
দেয়ালে যদি পিঠ ঠেকে যায়
তবে ঘুরে দাঁড়াতে হয়।
মূল্যবোধের ভীষণ অবক্ষয়
তারও দায়ভার কাঁধে নিতে হয়
আমি সব ক্রুশ কাঁধে নিতে রাজি
যাতে বিদ্ধ এ সময়।
সখী ভালবাসা কারে কয়?
ভালবাসা মানে শুধু অপচয়
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে
যত হেরে যাবার ভয়।
যত হেরে যাবার ভয়।
সততার বিলাসিতা আর নয় লিরিক্স :
Sototar bilasita aar noy
Eta juddho jeetbar shomoy
Dewale jodi pit theke jay
tobe ghurey darate hoy
Mullobodher vishon obokhhoy
Taro daybhar kandhey nite hoy
Ami shob krush kandhey nite raji
jate biddho-e shomoy
Shokhi Vlobasha kaare koy?
Vlobasha mane shudhu opochoy
Vlobasha maane protarito kichu
khoto bikhkhoto hridoy
Tobu asha ek odbhut obboy
Ei asha tuku amader sonchoy
Aajo asha ache bole here geche joto
Here jaowar bhoy
Hariyechi ja, Jani fire pabona
Shob shotti kolpona
Aaj nichok golpona, Mone hoy
Koto shitol subatash Koto rodela akash
Raat jaga ha-hutash
Bolo debe bhuliye Ki shomo.
Eta juddho jeetbar shomoy
Dewale jodi pit theke jay
tobe ghurey darate hoy
Mullobodher vishon obokhhoy
Taro daybhar kandhey nite hoy
Ami shob krush kandhey nite raji
jate biddho-e shomoy
Shokhi Vlobasha kaare koy?
Vlobasha mane shudhu opochoy
Vlobasha maane protarito kichu
khoto bikhkhoto hridoy
Tobu asha ek odbhut obboy
Ei asha tuku amader sonchoy
Aajo asha ache bole here geche joto
Here jaowar bhoy
Hariyechi ja, Jani fire pabona
Shob shotti kolpona
Aaj nichok golpona, Mone hoy
Koto shitol subatash Koto rodela akash
Raat jaga ha-hutash
Bolo debe bhuliye Ki shomo.