Ranga Matir Pother Dhare Lyrics (রাঙামাটির পথের ধরে) Indranil Sen In 2023 Best Song Lyrics
Ranga Matir Pother Dhare Lyrics By Indranil Sen :
Ranga Matir Pother Dhare Song Is Sung by Indranil Sen from Din Japoner Tara Bengali Mixed Album.
Song : Rangamatir Pother Dhare
Singer : Indranil Sen
Album Name : Din Japoner Tara
Ranga Matir Pother Dhare Song Lyrics In Bengali In 2023 Best Song Lyrics:
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি !
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি,
কতো বনে বনে, নদীর ধারে
কতো বনে বনে, নদীর ধারে,
তোমাকেই দেখেছি !
মনে মনে আমি তোমার ছবি এঁকেছি,
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি।।
কোন এক কালবোশেখী ঝড়ে
শাওনের বৃষ্টি পড়া ভোরে,
কোন এক কালবোশেখী ঝড়ে
শাওনের বৃষ্টি পড়া ভোরে,
ফাল্গুনী পূর্ণিমায় ফুল বাহারে
ফাল্গুনী পূর্ণিমায় ফুল বাহারে,
তোমাকেই দেখেছি !
মনে মনে আমি তোমার ছবি এঁকেছি
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি।।
ধানের ক্ষেতে শাল-পিয়ালের তলায়
সবুজ প্রেমের দোদুল দোলায়,
ধানের ক্ষেতে শাল-পিয়ালের তলায়
সবুজ প্রেমের দোদুল দোলায়,
স্বপ্নের মাঝে আমি বারে বারে
স্বপ্নের মাঝে আমি বারে বারে,
তোমাকেই দেখেছি !
মনে মনে আমি তোমার ছবি এঁকেছি
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি,
কতো বনে বনে, নদীর ধারে
কতো বনে বনে, নদীর ধারে,
তোমাকেই দেখেছি !
মনে মনে আমি তোমার ছবি এঁকেছি,
রাঙা মাটির পথের ধরে তোমায় দেখেছি।।
রাঙামাটির পথের ধরে তোমায় দেখেছি লিরিক্স – ইন্দ্রনীল সেন :
Ranga Matir Pother Dhare Tomay Dekhechi
Koto bone bone nodir dhare
Tomakei dekhechi
Mone Mone Ami Tomar Chobi Enkechi
Rangamatir Pother Dhare Tomay Dekhechi
Kon ek kalboskhi jhore
Swaoner brishti pora bhore
Falguni purnimay ful bahare
Tomakei dekhechi
Dhaner khete shalpiyaler tolay
Sobuj premer dodul dolay
Swapner majhe ami bare bare
Tomakei dekhechi.