POSTO Lyrics (পোস্তো) – Anupam Roy
পোস্তো চলচ্চিত্রের গানগুলি বাংলা সঙ্গীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। অনূপম রায়ের কণ্ঠ এবং সুরে গানগুলি অত্যন্ত মর্মস্পর্শী এবং আবেগঘন। চলচ্চিত্রটি দাদু-দাদি এবং নাতি-নাতনির সম্পর্কের গভীরতা এবং পারিবারিক বন্ধনকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
গানের তথ্য:
গানের নাম: পোস্তো
গানটি গেয়েছেন: অনূপম রায়
পরিচালনা করেছেন: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়
অভিনয়ে: সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, জিসু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী এবং অন্যান্য
চলচ্চিত্রের নাম: পোস্তো
গায়ক: অনূপম রায়
পরিচালক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়
উপস্থাপনা: অতনু রায় চৌধুরী
প্রযোজনা: উইন্ডোজ, প্রভাত রায় এবং গণপতি প্রোডাকশন
মুক্তির তারিখ: ১২ই মে, ২০১৭
মিউজিক লেবেল: উইন্ডোজ
Posto Song Lyrics by Anupam Roy :
আপন মনে থাকে পোস্তো
আপন মনে খেলে
আপন মনে হাসে পোস্তো
আপন মনে চলে
আপন মনে চলতে চলতে
মুখ বেকিয়ে ভাবে
আপন মনে চলতে চলতে
মুখ বেকিয়ে ভাবে
ওই আকাশ থেকে মেঘ নামিয়ে
বিদ্যুৎ কেমন লাগে, পোস্তো
আঁকতে ভালো লাগে পোস্তো
নাচতে ভালো লাগে
শীতের কালে ঠোক-ঠোকিয়ে
কাঁপতে ভালো লাগে
রুটিন নিয়ম ফাঁকে
আটকে ঝুলে থাকে
আরে রুটিন নিয়ম ফাঁকে
আটকে ঝুলে থাকে
আর ঘুড-ঘুডে অন্ধারে ভুতে
নামটা ধরে ডাকে
পোস্টো..
বিকেল-বেলার ঘাসে
জোনাকি চার-পাশে
তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব
পুকুরে-তে মেরে ডুব
রোদেই শুকিয়ে নিশ গা
গাছের কোটরে মনের ভেতরে
কত-কি লুকিয়ে রাখে, এই পোস্তো
ট্রেনের মতো ছোটে পোস্টো
প্লেনের মতো ওড়ে
অঙ্ক কষে দেখে তারপর
পুকুরে ঢিল ছোড়ে
বেঙ্গাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
বেঙ্গাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
আর তারা খেলে বাড়ি ফেরে হাপাতে হাপাতে
পোস্টো..
ফুলের গন্ধ মেখে পোস্তো
মাথায় থাকে শুয়ে
স্বপ্নগুলো জোরে পোস্তো
একে একে দুয়ে
বাবা যদি আমায় একটা রকেট কিনে দিতো
হা বাবা যদি আমায় একটা রকেট কিনে দিতো
তবে চাঁদের ভেতর গুপ্তধন
খুঁজতে যাওয়া যেতো, পোস্তো..
বিকেলবেলার ঘাসে
জোনাকি চার-পাশে
তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব
পুকুরে-তে মেরে ডুব
রোদেই শুকিয়ে নিশ গা
গাছের কোটরে মনের ভেতরে
কত-কি লুকিয়ে রাখে পোস্তো.
এই পোস্তো..