Millennium Lyrics (মিলেনিয়াম) Rupam Islam | Fossils Band
Millennium Lyrics by Rupam Islam :
Millennium LyricsSong Is Sung by Rupam Islam From Fossils Bangla Band. Music Composed by And Millennium Lyrics Written by Rupam Islam.
Song : Millennium
Vocal, Music & Lyrics : Rupam Islam
Band Name : Fossils
Music Label : Asha Audio
More Lyrics : Oporadhi Song Lyrics by Arman Alif
Millennium Song Lyrics In Bangla :
কত কি আমায় নিয়ে ভাবতে তা সব শেষ
ভাবতে ভাবতে গোটা শতাব্দীটাই শেষ,
অঙ্ক মেলেনি বলে পড়ে আছে অবশেষ,
অন্তরে,
অন্তর খাঁচাতেই ডানা ঝাপটায় পাখিটা
সেই অন্তরে সোজা মেহসুস্ করি ঝাঁকিটা,
আর ঝাঁকুনির চোটে মূল্যবোধের ফাঁকিটা
ধরা পড়ে, ধরা পড়ে
ধরা পড়ে ঢুকি আমি সংশোধনাগারে
আত্মাকে শুধরোতে উঠেপড়ে লাগা রে,
অঙ্ক পরীক্ষার আগে রাত জাগা
Last Moment-এ উদ্যম।
শুধু একজন বলে কিছু হবে না তো এভাবে
ঢুকে গেছে সব বিষ তোর চরিত্রে স্বভাবে,
মরে যেতে হবে তোকে বেঁচে থাকবার অভাবে
বাঁচাবে না মাতা মরীয়ম,
বাঁচাবে না Millennium.
দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ,
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব,
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে,
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব।।
Computer আর Discotheque-এর খিচুড়ি
এ মগজে ঠাঁই হবে এই সব কিছুর-ই,
শুধু কিছু সুখ আর স্বপ্নকে চুরি করে
নিল ফেলে আসা দিন,
কেন পরাধীন আজও আমি সময়ের হাতেতে
কে যে দিব্যি দিয়েছে সব সহ্য করে নিতে,
কেন সাহসে কুলোচ্ছে না স্রেফ বলে দিতে
দাদা প্রহসন গুলো বাদ দিন।
ধ্বংস হলি না
বেঁচে গেলি এ যাত্রা,
হিসেবে ভুল করেছিলেন Nostradamus
অথবা ভয় পেয়েছেন
বিধাতা ভয় পেয়েছেন,
কারণ মানুষের হাতে Nuclear Weapon.
Millennium এসেছে বিচার হলো না
কারণ পিছিয়ে গিয়েছে Judgement day
সুবহ্ সাদিকে
তোরা জড় হ’ ময়দানে
আমারও কিছু কথা বলার আছে,
আমারও কিছু কথা বলার আছে,
আমারও কিছু কথা, বলার আছে..
দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ,
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব,
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে,
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব।।
মিলেনিয়াম লিরিক্স – রূপম ইসলাম – ফসিল্স ব্যান্ড :
Kotoki amy niye bhabte ta shob sesh
Vabte vabte gota sotabdi-tai sesh
Anko meleni bole pore ache obosesh
Antore,
Antor kachatei dana jhaptay pakhita
Sei antore soja mehesus kori jhankita
Ar jhkunir chote mullobodher pakhita
Dhora pore, Dhora pore
Dhora pore dhuki ami songsodhonagare
Atma ke sudhrotey uthe pore laga re
Onko porikhhar agey raat jaga
last moment-e uddom
Duschintara jot badhuk
Tobu katche ar ekta jug
Peye jachhi abar hujug
Bhulte sob
Alokito pothe haati re
Raat jege jege party re
Sob ghum holo maati re
Ar ekta utshob.