Komlo Megheder Ojon Lyrics (কমলো মেঘেদের ওজন) Rupam Islam

Komlo Megheder Ojon Lyrics

Komlo Megheder Ojon Lyrics by Rupam Islam :

Komlo Megheder Ojon Lyrics Song Is Sung by Rupam Islam from Nil Rang Chilo Bhisan Priya Album. Female Cover Version Song Is Sung by Nayanika Das.

Song : Komlo Megheder Ojon
Album : Neel Rong Chilo Bhishon Priyo
Singer : Rupam Islam
Band Name : Fossils



Komlo Megheder Ojon Song Lyrics In Bangla :

কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে,
ও হো হো হো কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে,
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই
সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই,
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই
সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই,
অশ্রু বিভোর তবু জানেনা কেন সে কাঁদে,
কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খোঁজে আমাকে।

আ হা হা হা ..

ভেজা ভেজা চিন্তায়
ভেজে এই দিনটাই
চিলেকোঠা জলে জলময়,
ও হো হো হো বৃষ্টি ধোয়া রাত,
কার্নিশে কার হাত
একা কে দাঁড়িয়ে অসময়।

ওকে লাগে ভয় আমার,
কাছে গিয়ে কেন আবার আসি ফিরে
শিক্ত শরীরে..

বৃষ্টি বড় সূক্ষ যে
বৃষ্টি কোন সুখ খোঁজে,
বৃষ্টি বড় সূক্ষ যে
বৃষ্টি কোন সুখ খোঁজে,
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে,
কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে,
যে খোঁজে আমাকে।
লা লা লা লা ..


কমলো মেঘেদের ওজন লিরিক্স – রূপম ইসলাম :


Komlo megheder ojon
Brishti bole proyojon take
Je khoje amake
Brishti veje brishti tei
Srishti chara srishi tei
Oshru bibhor tobu
jane na keno se kande
Veja veja chintay
Veje ei dintai
Chilekotha jole jolomoy
Bristi dhowa raat karnishe kar haat
Eka ke dariye oshohay.
Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *