Hallucination Lyrics (হেলুসিনেশন) Rupam Islam In 2023 Best Song Lyrics
Hallucination Lyrics by Rupam Islam In 2023 Best Song Lyrics:
Hallucination Song Is Sung by Rupam Islam from Icche Bengali Movie. Starring: Samadarshi Dutta, Sohini Sengupta, Bidita Bag, Ruplekha Mitra And Others.
Song : Hallucination
Movie Name : Icche (2011)
Singer : Rupam Islam
Music Composer : Surojit Chatterjee
Director : Shiboprosad Mukherjee & Nandita Roy
Produced by : Vignesh Films
Hallucination Song Lyrics In Bengali :
সোমবার সকালে ঢেউ তোলা আলে
অদৃশ্য আমি হাঁটি ধূলো সারা পায়,
রাস্তা অচেনা ফিউচার অজানা
মঙ্গলবারে আমার মনগড়া খেলায় হে।
সুনশান কুয়াশাতে সাইকেল রিক্সা যায়
আমি এরম থাকি হামেশাই,
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায়।
বুধবার দুপুরে স্বপ্নেরা উড়ে
চারকোনা সিলিং এ মেঘেরা ছড়ায়, হে হে
বেলকনি ধারে মানুষের ভিড়ে
কন্যারও আঁখি প্রায়সই দেখা যায়।
বৃহস্পতিবারে বারে বারে যে হারাই
আমি এমন হারাই হামেশাই,
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন, হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায় হা।
আ.. নিশ্চিন্ন পুরে, শুক্কুর বারে
যাও ভেসে যাও আমার ময়ূরপঙ্খী নাও,
সোনালী খাঁচায়, কে আমায় বাঁচায়
শনিবারের নেশা আমারে ডোবাও।
রবিবারে আমি সেই কুয়াশায়
ভালোবাসা দূরাশা ভাসা ভাসা রয়ে যায়।
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন, হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায় হা।
হেলুসিনেশন লিরিক্স – রূপম ইসলাম :
Sombaar Shokale Dheu Tola Aley
Odrissho ami haati dhulo shara paay
Rashta ochena, Feature ojana
Mongolbaare amar mongora khelay
Sunshaan kushate cycle riksha jay
Ami erom thaki hameshai
Hallucination, Hallucination
Ishan kone bhorer aalo dekha jay
Ishan kone vorer alo dekha jay.