"পূর্ব দিগন্তে সূর্য উঠেছে - মুক্তিযুদ্ধের গান | স্বাধীন বাংলা বেতার কেন্দ্র" "গোবিন্দ হালদার রচিত ও সমর দাসের সুরারোপিত মুক্তিযুদ্ধের কালজয়ী গান 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে'-এর সম্পূর্ণ লিরিক্স ও ঐতিহাসিক বিশ্লেষণ।"
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে লিরিক্স গানের মৌলিক তথ্য
বিভাগ | বিবরণ |
---|---|
গানের নাম | পূর্ব দিগন্তে সূর্য উঠেছে |
শিল্পী | স্বাধীন বাংলা বেতার কেন্দ্র |
গীতিকার | গোবিন্দ হালদার |
সুরকার | সমর দাস |
মুক্তির বছর | ১৯৭২ |
ধরণ | মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী সঙ্গীত |
ভাষা | বাংলা |
লেবেল | সেলোন মিউজিক লাউঞ্জ |
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সম্পূর্ণ গানের লিরিক্স
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল..
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল..
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল...
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে..
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া সকাল,
নয়া সকাল, নয়া সকাল..
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ..
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল,
শত্রু জাল, শত্রু জাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল...
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানের ঐতিহাসিক প্রেক্ষাপট
মুক্তিযুদ্ধে ভূমিকা
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত হত
মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে
গোবিন্দ হালদার রচিত ও সমর দাসের সুরারোপিত
গানের বিশেষ তাৎপর্য
✔️ "রক্ত লাল" - শহীদদের রক্তের প্রতীক
✔️ "জন-সমুদ্র" - গণআন্দোলনের রূপক
✔️ "নয়া বাংলার নয়া সকাল" - স্বাধীনতার প্রত্যাশা
সঙ্গীতের বৈশিষ্ট্য
সুরের ধরন: মার্চিং স্টাইলের প্রেরণাদায়ী সুর
তাল: ৪/৪ (দৃপ্ত পদক্ষেপের ছন্দ)
বাদ্যযন্ত্র:
ড্রামস
শিঙ্গা
গীতিকার ও সুরকার পরিচিতি
গোবিন্দ হালদার
বাংলাদেশের প্রখ্যাত গীতিকার
মুক্তিযুদ্ধকালীন বহু প্রেরণাদায়ী গানের রচয়িতা
উল্লেখযোগ্য রচনা: "জয় বাংলা বাংলার জয়"
সমর দাস
কিংবদন্তি সঙ্গীত পরিচালক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান সঙ্গীত পরিচালক
২০০+ মুক্তিযুদ্ধভিত্তিক গানের সুরকার
গানের সাংস্কৃতিক প্রভাব
✓ বাংলাদেশের স্বাধীনতা দিবসে নিয়মিত পরিবেশিত
✓ স্কুল-কলেজের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আবশ্যিক
✓ ২০১৩ সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত
গান শোনার লিংক
▶️ [YouTube লিংক]
▶️ [Spotify লিংক]
▶️ [SEYLON মিউজিক লাউঞ্জ]
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানের লিরিক্স
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
মুক্তিযুদ্ধের গান
গোবিন্দ হালদারের গীত
সমর দাসের সুর
সামাজিক মাধ্যমের জন্য কন্টেন্ট
ফেসবুক পোস্ট:
"মুক্তিযুদ্ধের চেতনায় জাগরণের গান 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে'-এর সম্পূর্ণ লিরিক্স ও ইতিহাস জানুন..."
টুইটার:
"রক্ত লাল, রক্ত লাল - মুক্তিযুদ্ধের সেই অমর গান #স্বাধীনতা_দিবস #মুক্তিযুদ্ধের_গান"