Khairun Lo Jaiyo Na Bidesh Lyrics (খায়রুন লো যাইওনা বিদেশ) Latif Sarkar | Lipi Sarker in 2023 Best Song

 

Khairun Lo Jaiyo Na Bidesh Lyrics (খায়রুন লো যাইওনা বিদেশ) Latif Sarkar | Lipi Sarker

Khairun Lo Jaiyo Na Bidesh Lyrics (খায়রুন লো যাইওনা বিদেশ) Latif Sarkar and Lipi Sarker in 2023 Best Song :


Song : Khayrunlo Jaiyona | খায়রুনলো যাইওনা Singer: Latif Sarkar, Lipi Sarkar Lyric & Tune: Latif Sarkar Label: Music Audio

Khairun Lo Jaiyo Na Bidesh Lyrics in Bangla :

খাইরুন লো ও তুই পাগল করি দেশ 

বিমান দিয়া উইড়া গেলি 

গেলি লো বিদেশ খাইরুন লো ।

কালিয়া … তোর জালার নাই শেষ

তোর জালাতে দেশ ছাড়িয়া 

আসিলাম বিদেশ… কালিয়া।


খাইরুন লো ও তুই পাগল করি দেশ 

বিমান দিয়া উইড়া গেলি 

গেলি লো বিদেশ খাইরুন লো ।

কালিয়া … তোর জালার নাই শেষ

তোর জালাতে দেশ ছাড়িয়া 

আসিলাম বিদেশ… কালিয়া।।


তোমার আমার পিরিতি যা

যেমন কাঠালের ও আঠা

কাটা গায়ে লবণ ছিটা 

ফাটাইস না আর ফাটা বুকটা।

তোমার আমার পিরিতি যা

যেমন কাঠালের ও আঠা

কাটা গায়ে লবণ ছিটা 

ফাটাইস না আর ফাটা বুকটা।।


খাইরুন লো ও তুই পাগল করি দেশ 

বিমান দিয়া উইড়া গেলি 

গেলি লো বিদেশ খাইরুন লো ।

কালিয়া … তোর জালার নাই শেষ

তোর জালাতে দেশ ছাড়িয়া 

আসিলাম বিদেশ… কালিয়া।


আমেরিকা জাপান লন্ডন 

মনের মত পাবিনা মন

মনের মত পাইলে একজন 

ঘর বাধিবো সপ্নের লন্ডন।

আমেরিকা জাপান লন্ডন 

মনের মত পাবিনা মন

মনের মত পাইলে একজন 

ঘর বাধিবো সপ্নের লন্ডন।।


খাইরুন লো ও তুই পাগল করি দেশ 

বিমান দিয়া উইড়া গেলি 

গেলি লো বিদেশ খাইরুন লো ।


বুকে লইয়া ছবি তোমার 

থাকবো আমি চির কুমার

হইলে কথা সত্য এবার

খাইরুন সুন্দর হবে তোমার। 

বুকে লইয়া ছবি তোমার 

থাকবো আমি চির কুমার

হইলে কথা সত্য এবার

খাইরুন সুন্দর হবে তোমার। 


খাইরুন লো ই আর যাইয়ো না বিদেশ 

তাজমহল বানাইয়া দেবো এই বাংলাদেশ 

খাইরুন লো …

কালিয়া আর যাবোনা বিদেশ 

তোমায় নিয়া ঘর বাধিব সোনার বাংলাদেশ

কালিয়া…।


খাইরুন লো ও তুই পাগল করি দেশ 

বিমান দিয়া উইড়া গেলি 

গেলি লো বিদেশ খাইরুন লো ।

কালিয়া … তোর জালার নাই শেষ

তোর জালাতে দেশ ছাড়িয়া 

আসিলাম বিদেশ… কালিয়া।


Previous
Next Post »