Prithibi Abar Shanto Hobe Lyrics by Nachiketa Chakraborty :
Prithibi Abar Shanto Hobe Song Is Sung by Nachiketa Chakraborty. Ekdin Jhor Theme Jabe Lyrics In Bengali Written by Nachiketa. Female Version Cover Is Sung by Shikha Bose.Song : Prithibi Abar Shanto Hobe
Singer : Nachiketa Chakraborty
Label : Saregama India Ltd
More Lyrics : Oporadhi Song Lyrics by Arman Alif
পৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
আজ এ অশান্ত দিন,
বেঁচে থাকা আশা ক্ষীণ
তবু পথ চাওয়া অবিরাম,
ধুসর আকাস আজ,
কাল নেবে বধু সাজ
এই বিশ্বাসেই সংগ্রাম।
এক ঘেয়ে একটানা অভ্যেসে দায়ী,
গান গেয়ে স্বপ্ন বেচে যাই
প্রশ্নেরা তবু সুধোয়, কবে?
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
দুচোখ আষাঢ় হায় খরা আজ চেতনায়
প্রত্যাসা ফানুসে বদলায়,
ভাসা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়,
কাব্যেরা কাঁদে যন্ত্রণায়।
এই শরশয্যায় আজ অর্জুন
নেভাতে এসে তৃষার আগুন,
বহু প্রাণে যদি মিশে যায়, তবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
এক দিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
Prithibi Abar Shanto Hobe
Boshoti abar uthbe gorey
Akash aloy uthbe bhore
Jirno motobaad shob itihash hobe
Prithibi Abar Shanta Hobe
Aaj oshanto din
beche thaka asha khin
Tobu poth chawa abiraam
Dhushor akash aaj
kaal nebe bodhu saaj
Ei biswashe songram.
Prithibi Abar Shanto Hobe Song Lyrics In Bengali :
এক দিন ঝড় থেমে যাবেপৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
আজ এ অশান্ত দিন,
বেঁচে থাকা আশা ক্ষীণ
তবু পথ চাওয়া অবিরাম,
ধুসর আকাস আজ,
কাল নেবে বধু সাজ
এই বিশ্বাসেই সংগ্রাম।
এক ঘেয়ে একটানা অভ্যেসে দায়ী,
গান গেয়ে স্বপ্ন বেচে যাই
প্রশ্নেরা তবু সুধোয়, কবে?
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
দুচোখ আষাঢ় হায় খরা আজ চেতনায়
প্রত্যাসা ফানুসে বদলায়,
ভাসা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়,
কাব্যেরা কাঁদে যন্ত্রণায়।
এই শরশয্যায় আজ অর্জুন
নেভাতে এসে তৃষার আগুন,
বহু প্রাণে যদি মিশে যায়, তবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
এক দিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।
পৃথিবী আবার শান্ত হবে লিরিক্স - নচিকেতা চক্রবর্তী :
Ek din Jhor Theme JabePrithibi Abar Shanto Hobe
Boshoti abar uthbe gorey
Akash aloy uthbe bhore
Jirno motobaad shob itihash hobe
Prithibi Abar Shanta Hobe
Aaj oshanto din
beche thaka asha khin
Tobu poth chawa abiraam
Dhushor akash aaj
kaal nebe bodhu saaj
Ei biswashe songram.