Ishwar Lyrics (ঈশ্বর) Vikings Band

 

Ishwar Lyrics

Ishwar Lyrics by Vikings Band :

Ishwar LyricsSong Is Sung by Tonmoy Tansen from Vikings Bangla Band Album Boyosh Jokhon Ekush Powered by IGLOO.

Song Name : Ishwar
Album : Boyosh Jokhon Ekush
Artist : ViKiNGS
Assistant Director : Emran Robin & Sunny
Photo Courtesy : Bayezid Bin Waheed
Studio : DockYard & Blues'Nbuzz
A ViKiNGS Production


Ishwar Song Lyrics In Bangla :

যদি হুট করে একা হওয়া যেতো
আকাশের মতো,
আমি চুপ করে চোখে জল নিতাম
ইচ্ছে যতো,
আমি এখনও ভুলের ঘোরে খুঁজি
চেনা পথের বাঁক,
যদি ভুল করে ফের শোনা হতো
প্রিয় সে ডাক।

আমি দেখতে চাইনি তাকে শেষবার, অনড়
আমি মানতে চাইনি তাকে নিথর..

ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই..
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
বিদায়.. বিদায়..

কত গল্পরা চোখে জেগে থাকে
শহর শহরে,
যত চাওয়া না চাওয়ায় আস্কারা
হিসেবের ভীড়ে,
আজও মন বলে সেই হাত কাঁধে
ছায়ায় জড়িয়ে,
আর শাসনে বারনে তার কথা
সময় সময়ে।

আজও উৎসবে কোলাহলে
খুঁজে যাই চেনা স্বর,
আমি মানতে চাইনি তাকে - নিথর..

ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই..
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
বিদায়.. বিদায়..
তুমি ক্ষমা করে দিও আমায়..

ঈশ্বর লিরিক্স - ভাইকিংস ব্যান্ড :

Ishwar tumi sojotone rekho take
Se boro obhimani chapa buke
Phire geche rod nebhar agei
Ishwar aajo anutape dhukche shob
Boba hahakare chokh nirob
Bola hoye otheni takei biday.
Previous
Next Post »