Ekla Cholo Re Lyrics (একলা চলো রে) Amitabh Bachchan

 

Ekla Cholo Re Lyrics

Jodi Tor Daak Shune Keu Na Ashe Lyrics Amitabh Bachchan :

Jodi tor dak shune keo na ashe song is sung by Anupam Roy . Music composed by Rabindranath Thakur. And lyrics was written by Rabindranath Thakur . 

Song Title: Ekla Cholo Re
Movie Album: Kahaani
Singer: Amitabh Bachchan
Music Direction: Vishal-Shekhar
Music Label: T-Series
Movie Release Date: March 9, 2012 

Ekla Cholo Re Lyrics In Bangla :

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে (x2)
তবে একলা চলো, একলা চলো,
একলা চলো, একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে,
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে,
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।


একলা চলো রে লিরিক্স , অনুপম রায় :

Jodi tor Dak sune kew na aashe
Tobe ekla Cholo re
Jodi tor Dak sune kew na ase
Tobe ekla Cholo re
Ekla Cholo ekla Cholo ekla Cholo re
Jodi tor Dak sune kew na ashe
Tobe ekla Cholo re

Jodi Keo kotha Na koi
Ore o re o ovaga keo kotha na koi
Jodi Sobai thake mukh firaye
sobai kore voi
Jodi Sobai thake mukh firaye
sobai kore bhoy.


Previous
Next Post »