
Brindabono Bilashini Lyrics Pousali Banerjee Bengali Kirtan Song :
Brindabono Bilashini Bengali Kirtan Song Is Sung by Pousali Banerjee. Originaly Music Composed by Norottom Das Thakur. Music Re-arrangement and Programming by Sainik Dey. Brindabano Bilasini Rai Amader Bengali Folk Song Lyrics. Music Mix and Master by Sainik Dey.
Song : Brindabono Bilasini
Original composer : Norottom Das Thakur
Singer : Pousali Banerjee
Re-arrangement and Programming : Sainik Dey
Percussion : Pankaj
Flute : Roshan Putwar
Dotara : Rohit
Studio : Violina
Label : SVF Devotional
Brindabono Bilashini Song Lyrics In Bengali :
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
ওগো রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের শ্যাম তোমাদের,
রাই আমাদের।
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
শুখ বলে আমার কৃষ্ণে মাথায় ময়ূর পাখা
আর সারি বলে,
আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা
ওই যে যায় গো দেখা।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
শুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন
আহা, শুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন
আর সারি বলে
আর সারি বলে আমার রাধা জীবনের জীবন,
নইলে শূন্য জীবন।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
সুখ সারি দুজনার দ্বন্দ ঘুচে গেলো
আহা, সুখ সারি দুজনার দ্বন্দ ঘুচে গেলো
জয় জয় রাধা কৃষ্ণের,
জয় জয় রাধা কৃষ্ণের,
নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
ওগো রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের শ্যাম তোমাদের,
রাই আমাদের।
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের লিরিক্স (Original) :
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের শ্যাম তোমাদের,
রাই আমাদের,
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন,
আহা, শুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন
আর সারি বলে
আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ,
নইলে শুধুই মদন।
ও বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণের চুড়া বামে হেলে
আহা, সুখ বলে আমার কৃষ্ণের চুড়া বামে হেলে
আর সারি বলে আমার রাধার চরন পাবে বলে
চুড়া তাইতো হেলে।
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণের মাথায় সিখির পাখা
আহা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় সিখির পাখা।
আর সারি বলে,
মাথায় সিখির পাখা আমার রাধার নামটি তাতে লিখা
সেজে যায়না দেখা,
ও বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের।
সুখ সারি দুইজনার দন্ধো গুছে গেলো
আহা, সুখ সারি দুইজনার দন্ধো গুছে গেলো
রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো
ও বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,
রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের শ্যাম তোমাদের,
রাই আমাদের
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের..
Brindabana Bilasini rai amader
Brindabano Bilasini rai amader
Rai amader amra rai er shyam tomader.