Birpurush Bengali Poem (বীরপুরুষ) Munmun Mukherjee | Rabindranath Thakur

 

Birpurush Bengali Poem


Birpurush Bengali Poem by Rabindranath Thakur Vocal Munmun Mukherjee :

Birpurush Bengali Poem Written by Rabindranath Thakur. Birpurush Bangla Kobita Abritti Recited by Munmun Mukherjee. Same Bengali Poem Recited by Soumitra Chottopadhyay, Bratati Bandyopadhyay And Many Various Artists In Their Own Way.

Poem Name : Birpurush 
Writer : Rabindranath Thakur
Recited by : Munmun Mukherjee

Birpurush Poem Lyrics In Bangla :

মনে করো যেন বিদেশ ঘুরে
মা কে নিয়ে যাচ্ছি অনেক দূরে,
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে 
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে,
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে
রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। 

সন্ধ্যে হল, সূর্য নামে পাটে
এলেম যেন জোড়াদিঘির মাঠে,
ধূ ধূ করে যে দিক পানে চাই
কোনোখানে জনমানব নাই,
তুমি যেন আপনমনে তাই
ভয় পেয়েছ, ভাবছ, এলেম কোথা ?
আমি বলছি, ভয় কোরো না মা গো,
ঐ দেখা যায় মরা নদীর সোঁতা।
      
চোরকাঁটাতে মাঠ রয়েছে ঢেকে
মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে,
গোরু বাছুর নেইকো কোনোখানে
সন্ধ্যে হতেই গেছে গাঁয়ের পানে,
আমরা কোথায় যাচ্ছি কে তা জানে,
অন্ধকারে দেখা যায় না ভালো।
তুমি যেন বললে আমায় ডেকে
দিঘির ধারে ওই যে কিসের আলো!

এমন সময় হারে রে রে রে
ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে,
তুমি ভয়ে পালকিতে এক কোণে 
ঠাকুর দেবতা স্মরণ করছ মনে,
বেয়ারাগুলো পাশের কাঁটাবনে
পালকি ছেড়ে কাঁপছে থরোথরো,
আমি যেন তোমায় বলছি ডেকে,
আমি আছি, ভয় কেন মা কর। 
 
হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল
কানে তাদের গোঁজা জবার ফুল,
আমি বলি, দাঁড়া, খবরদার
এক পা কাছে আসিস যদি আর
এই চেয়ে দেখ আমার তলোয়ার,
টুকরো করে দেব তোদের সেরে,
শুনে তারা লম্ফ দিয়ে উঠে
চেঁচিয়ে উঠল, হারে রে রে রে।

তুমি বললে, যাস না খোকা ওরে
আমি বলি, দেখো না চুপ করে,
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে
ঢাল তলোয়ার ঝন্‌ঝনিয়ে বাজে,
কী ভয়ানক লড়াই হল মা, যে
শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
কত লোক যে পালিয়ে গেল ভয়ে
কত লোকের মাথা পড়ল কাটা।

এত লোকের সঙ্গে লড়াই করে
ভাবছ খোকা গেলই বুঝি মরে,
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, লড়াই গেছে থেমে,
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে,
বলছ, ভাগ্যে খোকা সঙ্গে ছিল
কী দুর্দশাই হত তা না হলে।

রোজ কত কী ঘটে যাহা তাহা 
এমন কেন সত্যি হয় না আহা,
ঠিক যেন এক গল্প হত তবে
শুনত যারা অবাক হত সবে,
দাদা বলত, কেমন করে হবে,
খোকার গায়ে এত কি জোর আছে?
পাড়ার লোকে বলত সবাই শুনে,
ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।

Birpurush Poem Lyrics In English :

Think of it as traveling abroad
I'm taking my mother too far,
You are riding in a palanquin
The two doors open a little,
I'm going after the red horse
Togbagiye beside you,
Horse hooves from the road
Clouds fly in the red dust.

In the evening, the sun rises
Elem as in the field of Joradighi,
I want to drink in that direction
There are no people anywhere,
You are like that in your mind
Frightened, wondering, where is Elem?
I say, don't be afraid, mother.
ঐ Dead river can be seen.
      
The field is covered with thorns
The path is crooked in the middle,
Cow calf Neiko somewhere
It's getting late in the evening.
Who knows where we're going,
Good not to be seen in the dark.
Call me if you say so
What is the light on the side of the tank!

At such a time the rate re re re
Those who are leaving the post,
You are in a corner of the palanquin in fear
I think you are remembering the god Thakur,
The waiters are in the thorn forest next door
Leaving the palanquin trembling,
As if I were calling you,
I'm here, why are you afraid mom.
 
Stick in hand, bushy hair on head
In their ears are the flowers of the gourd,
I say, wait, be careful
If you come close to one foot
Look at my sword,
I'll cut you to pieces,
Hearing this, they jumped up
Shouted, re re re re.

You said, don't go baby
I say, don't look, shut up,
We went on horseback among them
The shield swings the sword,
What a terrible fight, mother
Hearing will give you thorns.
How many people fled in fear
How many people's heads were cut off.

Fights with so many people
I think the baby dies as soon as he understands,
I was sweating with blood then
Come on guys, stop fighting,
You get off the palanquin
You are kissing me on the lap,
Guys, luck was with the baby
What a misfortune it would have been if not for that.

That's how much happens every day
Why isn't that true?
It was like a story
Those who listened were surprised,
Grandpa used to say, how come,
What's so strong about the baby?
Everyone in the neighborhood said,
Luckily the baby was with the mother.

বীরপুরুষ কবিতা - মুনমুন মুখার্জি ঃ

Mone koro jeno bidesh ghure
Maa ke niye jacchi onek dure
Tumi jaccho palkite maa chore
Dorja duto ektuku faak kore
Ami jacchi ranga ghorar pore
Togbogiye tomar pashe pashe
Rasta theke ghorar khure khure
Ranga dhuloy megh uriye ashe

Sondhey holo surjo naame paate
Elem jeno joradighir mathey
Dhu dhu kore je dik paane chai
Konokhane jonomanob nai
Tumi jeno apon mone tai
Bhoy peyecho vabcho elem kotha
Ami bolchi bhoy koro na maa go
Oi dekha jaay mora nodir sota.

Previous
Next Post »