Phiriye Nish Lyrics and Vocal by Pratik Kundu :
Phiriye Nish Song Lyrics Is Sung by Pratik Kundu. This Music Video Directed by Krish Bose. Music Composed by And Phiriye Nish Lyrics Written by Pratik Kundu.Phiriye Nish Song Cast : Writwik Mukherjee, Ratnapriya Das And Supporting Cast Subhro Bose.
Song : Phiriye Nish
Director : Krish Bose
Vocal, Music & Lyrics : Pratik Kundu
Editor, DOP & Colorist : Sayan Sarkar
Chief Assistant Director : Poulomi Roy
Music Production, Guiter & Mix : Bibiju
Music Label : The Bong Studio
Phiriye Nish Song Lyrics In Bangla :
যাক সব থেমে যাক
নিঝুম রাতের ছায়াতে,
থাক আজ পড়ে থাক
গল্প মিশে আঘাতে।
জানি সে ফেরেনি কখনও
আর এ মনে,
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
আজ তোর কথা হোক
দুঃখ সুখে মিলিয়ে,
জল ভেজালে চোখ
আদোরে যা মুছিয়ে।
চোখের আড়াল হয়েছো অভিমানে
ভালোবাসা তবু রেখেগেছি গোপনে।
বদলে যাওয়াটা সহজ তো নয়
তুই নিজেকে সামলে রাখিস,
আমি জেগে থাকি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।
থাম সেই পথে থাম
যে পথে থাকছি আমি,
রোদ মাখলে শহর
লিখবে নতুন আগামী।
রাগ আর অভিমান বলনা
এসে সামনে,
সব কথা বোজানো যায়না
টেলিফোনে।
রাতের তারারা আমার কাছেই
করছে আমার নালিশ,
অবুঝ আমি খুব জানি সে তুইও
ওদেরও জানিয়ে দিস।
আমার মতন একাকী পথ
তুইও এভাবে হাঁটিস,
জেগে আছি ঘুম ভাঙা চোখে
তুই আমাকে ফিরিয়ে নিস,
ফিরিয়ে নিস।
Phiriye Nish Lyrics :
Let's all stop
In the shadow of a quiet night,
Stay today
The story blends into the mix.
I know he never came back
And remember,
I still keep love in secret.
Talk about rubbing salt in my wounds - d'oh!
Sorrow and happiness,
Eyes wet with water
Adore wipes that.
You have hidden your eyes with pride
I still keep love in secret.
It is not easy to change
You take care of yourself,
I wake up with sleepy eyes
You take me back
Come back.
Stop that way
The way I am,
The city in the sun
Write new next.
Don't say anger and arrogance
Come on,
Not everything can be explained
On the telephone.
The stars of the night are near me
My complaint is,
I know you too
Let them know too.
A lonely path like mine
You walk like this,
I am awake with sleepy eyes
You take me back
Come back.
ফিরিয়ে নিস লিরিক্স - প্রতীক কুন্ডু :
Jaak sob theme jaak
Nisjum raater chayate
Thaak aaj pore thak
Golpo mishe aghate
Jani se fereni kokhono
Aar e mone
Valobasha tobu rekhechi gopone
Aar tor kotha hok
Dukkho sukhe miliye
Jol vejalo chokhe
Adore ja muchiye.