Megh Balika Lyrics (মেঘ বালিকা) Subhamita Banerjee | Mainak Sinha

 

Megh Balika Lyrics (মেঘ বালিকা) Subhamita Banerjee | Mainak Sinha



Megh Balika Lyrics Mainak Sinha by Subhamita Banerjee :

Megh Balika Song Lyrics Is Sung by Subhamita Banerjee Featuring Angshula Roy. Song Composition, Programming, Arrangments, Mixing And Mastering by Nirmalya Humtoo Dey. Megh Balika Lyrics Written by Mainak Sinha.

Song : Megh Balika
Vocals : Subhamita Banerjee
Composition & Programming : Nirmalya Humtoo Dey
Lyrics : Mainak Sinha
Mixing & Mastering : Nirmalya Humtoo Dey
DOP : Subhadeep Bag
Edit : Hiranmay Biswas
Promo & CC : Tamal Duary
Production Manager : Subhajit Chakraborty
Label : Asha Audio

Megh Balika Song Lyrics In Bangla :

আকাশ যখন মেঘ জমায় 
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়। 
কেন মেঘের হলো মন খারাপ 
আকাশ দেবে কি সেই জবাব,
সেই বালিকারা কেন ঝরে যায়। 

আঁচল ভরা রূপ পাখারা খোঁজে পরিচয়
আলোয় ভরা রাতের তারায় লেখা কবিতায়,
খুঁজে পেয়েও অসাবধানে ভাঙ্গন উঁকি দেয় 
সেই বালিকাই বৃষ্টি হয়ে যায়। 

আকাশ যখন মেঘ জমায় 
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়।

আঁধার আলোতে, অঝোর ধারাতে
মুহূর্তরা জীবন হয়ে মিশে যায়,
আকাশও জানে কোন পিছুটানে
সেই বালিকা ফিরবেনা তার সীমানায়। 

মেঘলা দুপুর জল নুপুরের আঁকা ছবিটায় 
ছেঁড়া ব্যথা জমা কথা কত না বলায়,
যদি ভালোবাসা নিজেই আকাশ হতে চায়
সেই গল্প গুলো সত্যি হয়ে যায়। 
 
আকাশ যখন মেঘ জমায় 
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়
সেই মেঘ বালিকাই বৃষ্টি হয়ে যায়
সেই গল্প গুলো সত্যি হয়ে যায়।

Megh Balika Lyrics :

When the sky accumulates clouds
In the imagination of the cloud girl,
Those girls became the rain.
Why the clouds are upset
Will the sky give that answer,
Why do those girls fall.

Identifies the form-filled form looking for fans
In the poems written by the stars of the night full of light,
Even after finding it, he inadvertently peeks at the breakage
That girl became the rain.

When the sky accumulates clouds
In the imagination of the cloud girl,
Those girls became the rain.

In the light of darkness, in the stream of darkness
Moments merge into life,
The sky also knows no retreat
That girl will not return to her borders.

Cloudy afternoon water in the picture of Nupur
Not to mention the pain of tearing,
If love itself wants to be the sky
Those stories come true.
 
When the sky accumulates clouds
In the imagination of the cloud girl,
Those girls became the rain
That cloud girl became rain
Those stories come true.

মেঘ বালিকা লিরিক্স - শুভমিতা ব্যানার্জী :
AKash jokhon megh jomay
Megh balikar kolponay
Sei balikarai brishti hoye jaay
Keno megher holo mon kharap
Akash debe ki sei jobab
Sei balikara keno jhore jaay
Anchol bhora rup pakhara khoje porichoy
Alloy bhora raater taray lekha kobitay
Khuje peyeo osabdhane vangon unki dey
Sei balikai brishti hoye jaay.
 
Previous
Next Post »