Nodire O Nodi Lyrics (নদীরে ও নদীরে তুই) Monir Khan :
Song: Nodire O Nodi Re Tui
Singer: Monir Khan
Album: Koto Sukhe Achi Ami
Label: Kantho Entertainment
Online Partner: POD
Nodire O Nodire Tui Song Lyrics in Bangla :
নদীরে ও নদীরে তুই
একটু দয়া কর ...
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
নদীরে ও নদীরে তুই
একটু দয়া কর ...
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর।
চান্দের হাসি ছিলো আমার
সোনার সংসারে
সেই হাসি তুই কাইরা নিলে
ভাইঙ্গা বারে বারে।
চান্দের হাসি ছিলো আমার
সোনার সংসারে
সেই হাসি তুই কাইরা নিলে
ভাইঙ্গা বারে বারে।
ও তুই এইতো ভাংলে গেলো বছর
এইতো ভাংলে গেলো বছর
ধান কাউনের চর......
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর।
মরা কে আর মারবি কতই
তোর কি দয়া নাই
শেস সম্বল ভাইঙ্গা নিলে
তোর কি দয়া নাই...
মরা কে আর মারবি কতই
তোর কি দয়া নাই।
শেস সম্বল ভাইঙ্গা নিলে
কুথায় নিবো ঠাই
আমার মাথা গুজার জাইগা নাই আর
মাথা গুজার জাইগা নাই আর
দূনিয়ার উপর......।
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
নদীরে ও নদীরে তুই
একটু দয়া কর ...
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
ভাংগিস না আর বাপের ভিটা
বশত বাড়ি ঘর
নদী রে......
ও হো...ও নদী রে।