Mohan Bicharpoti Lyrics (বিচারপতি তোমার কাছে) Monir Khan

 

Mohan Bicharpoti Lyrics (বিচারপতি তোমার কাছে) Monir Khan


Mohan Bicharpoti Lyrics (বিচারপতি তোমার কাছে) Monir Khan :

Singer: Monir Khan
Album: Koto Sukhe Achi Ami
Label: Kantho Entertainment
Online Partner: POD

Mohan Bicharpoti Song Lyrics in Bangla :

বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে,
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।

মানুষের সুবিবেক বিচার
বন্দী টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে
সু-বিচারের বানী কান্দে,
মানুষের সুবিবেক বিচার
বন্ধী টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে
সু-বিচারের বানী কান্দে।

কতো দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়
দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়
নির্দোষিরাই জেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।

নালিশ আমার যদি তোমার
সত্য মনে হয়
তবে নালিশের চাই সুবিচার
অনুকম্পা নয়,
নালিশ আমার যদি তোমার
সত্য মনে হয়
তবে নালিশের চাই সুবিচার
অনুকম্পা নয়।
ওরে কিছুই কি বুঝোনা তুমি
কিছুই কি বুঝোনা তুমি
দেখোনা চোখ মেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।

বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।

Mohan Bicharpoti Lyrics in English :

Judge to you
If not judged
Where will I get justice?
To whom
To whom
Judge to you
If not judged
Where will I get justice?
To whom
To whom

The judgment of human conscience
Captive money trap
Court Kachari at the door
The cry of justice,
The judgment of human conscience
Bonded money trap
Court Kachari at the door
The words of justice cry.

I see how many culprits get away without it
The culprits get away without being seen
Innocents are in jail
Where will I get justice?
To whom
To whom
Judge to you
If not judged
Where will I get justice?
To whom
To whom

If my complaint is yours
Seems true
But I want justice for the complaint
No pity,
If my complaint is yours
Seems true
But I want justice for the complaint
No pity.
You don't understand anything about him
You don't understand anything
Do not match the eyes
Where will I get justice?
To whom
To whom

Judge to you
If not judged
Where will I get justice?
To whom
To whom
Judge to you
If not judged
Where will I get justice?
To whom
To whom.

Previous
Next Post »