Tumi Amar Sonare Lyrics (তুমি আমার সোনারে) Andrew Kishore | Doly Sayantoni

 

Tumi Amar Sonare Lyrics

Tumi Amar Sonare Lyrics by Andrew Kishore and Doly Sayantoni :

Tumi Amar Sonare Lyrics . This song Singing by Andrew Kishore & Doly Sayantoni. Music Composed by Moniruzzaman Monir. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song: Tumi Amar Sonare
Cast: Iliash Kanchan & Munmun 
Singer: Andrew Kishore & Doly Sayantoni
Lyricist: Moniruzzaman Monir
Composer: Abu Taher
Movie: Mrittur Mukhe
Director: Malek Afsary
Language: Bangla
Label: Anupam

Tumi Amar Sonare Song Lyrics in Bangla :


তুমি আমার সোনারে

তুমি আমার জাদুরে
হিরা মাণিক যাই বল
সবার চেয়ে খাটিরে
তুমি আমার সোনারে
তুমি আমার জাদুরে
হিরা মাণিক যাই বল
সবার চেয়ে খাটিরে
কি করে কি করে বোঝাই তোমায়

কত ভালবাসিরে
কি করে কি করে বোঝাই তোমায়
কত ভালবাসিরে

তুমি আমার সোনারে
তুমি আমার জাদুরে
হিরা মাণিক যাই বল
সবার চেয়ে খাটিরে
কি করে কি করে বোঝাই
তোমায়,কত ভালবাসিরে
কি করে কি করে বোঝাই
তোমায়, কত ভালবাসিরে

কাজল হয়ে থাকনা আমার দুটি চোখেরে
ছুড়ি হয়ে বাজনা আমার দুটি হাতেরে
পাগল আমি হয়েছি বন্ধু
তোমার প্রেমেতে
জীবন লিখে দিয়েছি
সাথী তোমার নামেতে
আগুন নিভাতে জ্বালা মিটাতে
তোমার কাছে আসিরে
কি করে কি করে বোঝাই
তোমায়,কত ভালবাসিরে
কি করে কি করে বোঝাই
হায়, কত ভালবাসিরে।

তোমায় যদি না দেখি
আসে না গুম নয়নে
তুমি ছাড়া বলনা বাঁচিই আমি কেমনে
বুকে আমায় জড়ালে
মরি সুখের মরনে
দূরে যেতে পারি না
বেধোছো কি বাঁধনে
তোমার লাগিয়া তোমায় ভাবিয়া
কাটাবো দিবানিশি রে

কি করে কি করে বোঝাই
তোমায়,কত ভালবাসিরে
কি করে কি করে বোঝাই
তোমায়, কত ভালবাসিরে
তুমি আমার সোনারে
তুমি আমার জাদুরে

হিরা মাণিক যাই বল
সবার চেয়ে খাটিরে
তুমি আমার সোনারে
তুমি আমার জাদুরে
হিরা মাণিক যাই বল
সবার চেয়ে খাটিরে
কি করে কি করে বোঝাই তোমায়

কত ভালবাসিরে
কি করে কি করে বোঝাই তোমায়
কত ভালবাসিরে।

Previous
Next Post »