Chadni Rate Bashi Sune by Runa Laila and Khalid Hasan Milu :
Chadni Rate Bashi Sune Lyrics . This song Singing by Khalid Hasan Milu and Runa Laila. Music Composed by Ahmed Imtiaz Bulbul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song: Chadni Rate Bashi Sune
Cast: Shabnur & Shabbir
Singer: Runa Laila & Khalid Hasan Milu
Composer: Manam Ahmed
Movie: Chadni Rate
Director: Ehtesham
Producer: Ehtesham
Production: M. B. Films
Language: Bangla
Label: Anupam
Chadni Rate Bashi Sune Song lyrics in Bangla :
চাঁদনী রাতে .....
চাঁদনী রাতে বাঁশি শুনে
তোমার কাছে ছুটে আসি, ,
তুমি কেনো বোঝনা , ,
তোমায় কতো ভালোবাসি
চাঁদনী রাতে পাগল হয়ে
তোমার কাছে ছুটে আসি, ,
তুমি কেনো বোঝনা , ,
তোমায় কতো ভালোবাসি
ভালোবাসি....
বুকের কাছে আমায় টেনে
মনের কথা যাও না জেনে
তোমার ছোঁয়া যখন লাগে
অঙ্গে আমার কাঁপন জাগে
আ হা হা ও হো হো
উ হু হু আ হা হা
তোমার মাঝে চিরতরে
হারিয়ে যেতে ইচ্ছে করে
আমার দু'টিই চোখের তাঁরা
তোমার প্রেমে দিশেহারা
চাঁদনী রাতে বাঁশি শুনে
তোমার কাছে ছুটে আসি, ,
তুমি কেনো বোঝনা , ,
তোমায় কতো ভালোবাসি
তুমি যদি যাও হারিয়ে
থাকবো আমি কি নিয়ে
হাজার বছর যদি বাঁচি
তোমারি রবো তোমারি আছি
ও হো হো আ হা হা
হু হু হু আ হা হা
এতো যে সুখ সইবে কিনা
সেই কথা কেউ জানেনা
চাঁদকে মোরা সাক্ষী রেখে
প্রেমের ছবিই যাবো এঁকে
চাঁদনী রাতে বাঁশি শুনে
তোমার কাছে ছুটে আসি, ,
তুমি কেনো বোঝনা , ,
তোমায় কতো ভালোবাসি
চাঁদনী রাতে পাগল হয়ে
তোমার কাছে ছুটে আসি, ,
তুমি কেনো বোঝনা , ,
তোমায় কতো ভালোবাসি
তোমায় কতো ভালোবাসি
তোমায় কতো ভালোবাসি
তোমায় কতো ভালোবাসি।