Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics (আমি কি তোমায় খুব বিরক্ত করছি) Paloma Majumder

 

Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics (আমি কি তোমায় খুব বিরক্ত করছি) Paloma Majumder


Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics by (আমি কি তোমায় খুব বিরক্ত করছি) Paloma Majumder :

আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায় 
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়

তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারও তো মন ভাঙে
চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়

যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে

এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব 
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না

এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব 
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না 

তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগ টা পাচ্ছি কই
আমি সুযোগ টা পাচ্ছি কই

যদি মুঠো ভরা শিউলি ফুল
যদি খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে

আমি কি তোমায় খুব বিরক্ত করছি...

আমি কি তোমায় খুব বিরক্ত করছি লিরিক্স অনুপম রায়:


Ami Ki Tomay Khub Birokto korchi
Bole dite paro ta amai.
Hoytoh amar kono proyojon nei,
Ami lege thaki ekta konai.

Tumi bole dite paro ta amay
Chithi likhbo na oi thikanai.
Amar oh toh mon bhange
Chokhe jol asey
Arr Obhiman amaro toh hoy.

A song that will reverberate in your heart and soul. Written and composed by Anupam Roy, and sung by Paloma Majumder, Lokkhiti has already made an indelible impression on our mind.

Film: Drishtikone
Song: Lokkhiti
Singer: Paloma Majumder
Lyrics: Anupam Roy
Music: Anupam Roy
Arrangement and guitars: Rishabh Ray
Drums: Sandipan Parial
Bass: Kaustav Biswas
Esraj: Shubhayu Sen Majumder
Recording Engineer: Debojit Sengupta
Mixing and mastering Engineer: Shomi Chatterjee

Director: Kaushik Ganguly
Story, Script & Dialogues: Kaushik Ganguly
Starring:  Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Churni Ganguly, Kaushik Sen, Kaushik Ganguly and Soham Majumder
Presenter: Nispal Singh
Produced by: Surinder Films
Background Score: Raja Narayan Deb
Editor: Subhajit Singha
DOP: Gopi Bhagat
Art Director: Gautam Basu

Ami Ki Tomay Khub Birokto Korchi Song Lyrics in Bangla :

আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়,
হয়তো আমার কোন প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোনায়।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়,
হয়তো আমার কোন প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোনায়।
তুমি বলে দিতে পারো তা আমায়।
চিঠি লিখবো না ঐ ঠিকানায়।
আমারও তো মন ভাঙ্গে
চোখে জল আসে আর
অভিমান আমারও তো হয়।
অভিমান আমারও তো হয়।

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল,
লক্ষীটি একবার ঘাড় নেড়ে,
সম্মতি দাও আমি যাই ছেড়ে।

এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুতে পারে না।
এতবার আসা যাওয়া
একই পথ দিয়ে, কই
তোমার তো চোখে পড়ে না!
এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুতে পারে না।
এতবার আসা যাওয়া
একই পথ দিয়ে, কই
তোমার তো চোখে পড়ে না!
তাহলে কি আমি কেউ নই?
যেন অজানা ভাষায় লেখা বই।
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুয়ে দেখি,
সুযোগটা পাচ্ছি কই?
আমি সুযোগটা পাচ্ছি কই?

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল,
লক্ষীটি একবার ঘাড় নেড়ে,
সম্মতি দাও আমি যাই ছেড়ে।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়,
হয়তো আমার কোন প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোনায়।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়।

Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics :

Ami Ki Tomay Khub Birokto korchi
Bole dite paro ta amai.
Hoytoh amar kono proyojon nei,
Ami lege thaki ekta konai.

Tumi bole dite paro ta amay
Chithi likhbo na oi thikanai.
Amar oh toh mon bhange
Chokhe jol asey
Arr Obhiman amaro toh hoy.

Previous
Next Post »