Amay Pother Majhe Eka Peye Lyrics (আমায় পথের মাঝে একা পেয়ে) Jhumu Khan

Amay Pother Majhe Eka Peye Lyrics (আমায় পথের মাঝে একা পেয়ে) Jhumu Khan

 

Amay Pother Majhe Eka Peye Lyrics by Jhumu Khan :

Amay Pother Majhe Eka Peye Lyrics . This song Singing by Jhumu Khan. Music Composed by Ahmed Jaman Chowdhury. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody needs Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song: Amay Pother Majhe Eka Peye
Cast: Shabnur 
Singer: Jhumu Khan
Lyricist: Ahmed Jaman Chowdhury
Composer: Manam Ahmed
Movie: Chadni Rate
Director: Ehtesham
Producer: Ehtesham
Language: Bangla
Label: Anupam

Tumi Koi Tumi koi Lyrics

Amay Pother Majhe Eka Peye Song Lyrics in Bangla :

তোমায় আমি এনে দেবো আকাশ ভরা তারা
তোমায় আমি এনে দেবো বটবৃক্ষের ছায়া
নীল জোছনায় হাসবে তুমি সঙ্গে আমার খেয়া স্বপ্ন হয়ে ছুটব দুুজন আর হবে না ফেরা

তোমায় আমি এনে দেবো আকাশ ভরা তারা
তোমায় আমি এনে দেবো বটবৃক্ষের ছায়া
নীল জোছনায় হাসবে তুমি সঙ্গে আমার খেয়া স্বপ্ন হয়ে ছুটব দুুজন আর হবে না ফেরা

স্বপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে
ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে
স্বপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে
ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে
ও আমায় পাবে, আমায় পাবে, আমায় পাবে
এ আমায় পাবে, আমায় পাবে, আমায় পাবে

আমার চোখে দেখবে তুমি তোমার প্রতিচ্ছায়া
শিশির ভেজা ঘাসের মাঝে রইবে আমার মায়া
আমার মাঝেই পাবে তুমি সকল আশার আলো
স্বপ্ন দেখার, স্বপ্ন বোনার প্রদীপ শুধুই জ্বালো
আমার চোখে দেখবে তুমি তোমার প্রতিচ্ছায়া
শিশির ভেজা ঘাসের মাঝে রইবে আমার মায়া
আমার মাঝেই পাবে তুমি সকল আশার আলো
স্বপ্ন দেখার, স্বপ্ন বোনার প্রদীপ শুধুই জ্বালো

স্বপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে
ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে
স্বপ্ন তোমার সত্য হবে, কষ্ট গুলো পথ হারাবে
ইচ্ছে তোমার পূর্ণ হবে পথের মাঝে আমায় পাবে
ও আমায় পাবে, আমায় পাবে, আমায় পাবে
এ আমায় পাবে, আমায় পাবে, আমায় পাবে
ও আমায় পাবে, আমায় পাবে, আমায় পাবে
এ আমায় পাবে, আমায় পাবে, আমায় পাবে।

Amay Pother Majhe Eka Peye Lyrics :

Tomay ami ene debo akash vora tara
Tomay ami ene debo bot brikkher tara
nil; juchonay hasbe ttumi
Songe amar kheya shopnpo hoye.
Previous
Next Post »