Harano Hiyar Nikunjo Pothe Lyrics Nazrul Geeti Vocal Anuradha Paudwal :
Harano Hiyar Nikunjo Pothe Lyrics Nazrul Geeti Sung by Anuradha Paudwal. Song Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam. Same Song Is Sung by Santosh Sengupta, Sandhya Mukherjee, Asha Bhosle, Sharalipi ANd Many Various Artists In Their Own Way.
Song : Harano Hiyar Nikunjo Pothe
Lyrics : Kazi Nazrul Islam
Harano Hiyar Nikunjo Pothe Song Lyrics In Bangla :
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি,
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি।।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুল দল,
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুল দল,
বৃথাই কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবস-যামী,
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি।।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যাবে ফুল,
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যাবে ফুল,
কি দিয়ে বরণ করি ও চরণ
নিভিছে জীবন, জীবন-স্বামী।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি,
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি।।
Harano Hiyar Nikunjo Pothe Lyrics :
Kurai jhora ful ekela ami
Tumi keno haay ashile hethay
Sukher sorobg hoite naami
Charidike mor uriche kebol
Shukano pata molin ful dol
Brithai keno haay tobo ankhijol
Chitao obirol dibos jami.