Hay Bangali Hay Lyrics Kharaj Mukherjee :
হায় বাঙালি হায় গানটি গেয়েছেন খরাজ মুখোপাধ্যায় বাংলা গান। হায় বাঙালি হ্যায় লিরিক্স বাংলায় লিখেছেন খরাজ মুখোপাধ্যায়। এই গানের মহিলা সংস্করণটি গেয়েছেন আঁখি আলমগীর।
Song : Hay Bangali Hay
Vocal & Lyrics : Kharaj Mukherjee
Hay Bangali Hay Song Lyrics In Bangali :
চিতল মাছের মুইঠা
গরম ভাতে দুইটা,
ভুইলা বাঙ্গালী খায়
চিনা জাপানি, লুইটা পুইটা।
কলাই ডালের বড়ি, শুক্তনি চর্চরী
ভুইলা বাঙালী খায়
মোগলাই মাদ্রাসি ভূরি ভূরি।
হায় বাঙালী হায়
তুই আর বাঙালী নাই,
তোর চলন বলন কথার ধরন
নিজের মত নাই,
ও তুই আর বাঙালী নাই।।
কণ্ঠে তে সুর নাই
শুধু কাঁই কাঁই কাঁই,
ওই কাকের মত কাউয়া রবে
গায়ক পাগল শ্রোতা ও পাগল
আর কানে কান নাই।
একতারা নাই বাব্বা
গীটার বগল দাইব্বা,
ভুইলা বাঙালী গায়
হাইয়া আইও রাবা রাব্বা।
হায় বাঙালী হায়
তুই আর বাঙালী নাই,
তোর চলন বলন কথার ধরন
নিজের মত নাই,
ও তুই আর বাঙালী নাই।।
কাপড় কম পড়েছে ভাই
তাই শাড়ির আঁচল নাই,
স্কার্ট সালোয়ার হলটার টপস
বঙ্গ ললনার অঙ্গে তাই পেয়েছে ঠাঁই।
হট্ট মেলার দেশ
এই কি রে তোর বেশ,
নাই ধুতি নাই চাদর গায়ে
উপর নীচে ডাইনে বাঁয়ে
নাই বাঙ্গালীর রেশ।
হায় বাঙ্গালী হায়
তুই আর বাঙালী নাই,
তোর চলন বলন কথার ধরন
নিজের মত নাই,
ও তুই আর বাঙালী নাই।।
হায় বাঙালী হায় লিরিক্স - খরাজ মুখার্জী :
Chitol macher muitha
Gorom bhate duita
Bhuila bangali khay
China japani luita puita
Kolai daaler bori shuktoni chochori
Bhuila bangali khay
Moglai madrashi bhuri bhuri
Hai bangali hai
Tui aar bangali nai
Tor cholon bolon kothar dhoron
Nijer moto nai
O tui aar bangali nai