Chhaya Ghonaichhe Bone Bone Lyrics (ছায়া ঘনাইছে) Sonali Chakraborty

 

Chhaya Ghonaichhe Bone Bone Lyrics (ছায়া ঘনাইছে) Sonali Chakraborty


Chhaya Ghonaichhe Bone Bone Lyrics Rabindrasangeet :

ছায়া ঘনাইছে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সোনালী চক্রবর্তী। সংগীত আয়োজন করেছেন রূপোজল মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা গানের কথা। একই গান হেমন্ত মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী শ্রীকান্তো আচার্য, মধুবন্তী বাগচী, পরোমা ব্যানার্জি, সুপ্রতীক দাস কমলিনী মুখার্জি এবং তাদের নিজস্ব উপায়ে অনেক শিল্পী গেয়েছেন।

Song : Chaya Ghonaiche Bone Bone
Lyricist : Rabindranath Tagore
Parjaay : Prakriti-43
Upa-parjaay : Borsha-18
Raag : Pilu
Taal : Kaharwa
Singer : Sonali Chakraborty 
Music Arrangement : Rupojjol Majumder
Flite : Chinmoy Karmakar
Guitar : Akash Roy 
Voice Recorded : Saptak Studio
Video Credits : Milton Dostogir
Label : Asha Audio

Chhaya Ghonaichhe Bone Bone Lyrics In Bangla :

ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে,
কবে নবঘন-বরিষনে
গোপনে গোপনে এলি কেয়া,
ছায়া ঘনাইছে বনে বনে।। 

পুরবে নীরব ইশারাতে 
একদা নিদ্রাহীন রাতে,
পুরবে নীরব ইশারাতে 
একদা নিদ্রাহীন রাতে,
হাওয়াতে কী পথে দিলি খেয়া
আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া,
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া,
ছায়া ঘনাইছে বনে বনে।। 

যে মধু হৃদয়ে ছিল মাখা 
কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা,
যে মধু হৃদয়ে ছিল মাখা 
কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা,
বুঝি এলি যার অভিসারে 
মনে মনে দেখা হলো তারে,
বুঝি এলি যার অভিসারে 
মনে মনে দেখা হলো তারে,
আড়ালে আড়ালে দেয়া-নেয়া
আপনায় লুকায়ে দেয়া-নেয়া ..
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে,
কবে নবঘন-বরিষনে
গোপনে গোপনে এলি কেয়া,
ছায়া ঘনাইছে বনে বনে।। 

ছায়া ঘনাইছে বনে বনে লিরিক্স ইংরেজিতে - রবীন্দ্রসঙ্গীত :
Chaya ghonaiche bone bone
Gogone gogone daake deya
Gopone gopone eli keya
Chaya ghanaiche bone bone
Purobe nirob isharate
Ekoda nidraheen raate
Hawate ki pothe dili kheya
Asharer kheyaler kon kheya
Je modhu hridoye chilo makha
Katate ki bhoye dili dhaka
Bujhi eli jaar obhishare
Mone mone dekha holo taare
Arale arale deya neya
Aponay lukaye deya neya.

Previous
Next Post »