Smritir Poth Beye Lyrics (স্মৃতির পথ বেয়ে) Anwesshaa Dattagupta | Bangla Song

     

    Smritir Poth Beye Lyrics (স্মৃতির পথ বেয়ে) Anwesshaa Dattagupta | Bangla Song


     Smritir Poth Beye Lyrics by Anwesshaa :

    স্মৃতিপথ বেয়ে গানটি গেয়েছেন আনবেশশা দত্তগুপ্ত। সঙ্গীত রচনা করেছেন AND গানের লিরিক্স বাংলায় লিখেছেন Anwesha

    Song : Smritir Poth Beye
    Vocal, Composition & Lyrics : Anwesshaa
    Guitar arrangement and playing : Shomu Seal
    Mixing and mastering : Ananjan Chakraborty
    Video direction, Edit & Colour : Sushovon Moshan

    Smritir Poth Beye Lyrics In Bangla :

    ভালো আছি ভালো থেকো 
    স্মৃতির ঘরে আমায় রেখো, 
    চোখের পাতায় মেঘের ছোঁয়ায় 
    তুমি থেকো। 
    ঠোঁটের কোলে আলগা হাসি
    আমি বড় ভালোবাসি,
    হঠাৎ চাওয়া দিন গুলোতে
    তুমি থেকো। 

    বিষন্ন দিন, একলা রাত 
    কেটে গেছে কেটে যাবে,
    তুবুও আজ তোমার ছোঁয়ার  
    ভালোলাগায় ভালোবাসায়
    এক আকাশ নীরবতায়,
    তুমি ছিলে তুমি আছো 
    তেমন থেকো।।

    ঝড়ের আগে দমকা হাওয়া 
    তোমায় পাওয়া আর না পাওয়া 
    বুকে গভীর ক্ষত হয়ে 
    তুমি থেকো। 

    কথার খেলাপি, ভাঙা হৃদয় 
    চোখের জলে ভেজে সময়,
    এ প্রেম আমার রূপকথা নয়। 
    ব্যস্ত শহর, ক্লান্ত শরীর 
    না লেখা গান আর অভিমান 
    সবেতে ঠিক যেমন ছিলে 
    তেমন থেকো।

    ভালো আছি ভালো থেকো 
    স্মৃতির ঘরে আমায় রেখো, 
    চোখের পাতায় হুঁ ..
    তুমি থেকো। 

    স্মৃতির পথ বেয়ে লিরিক্স ইংরেজিতে - অন্বেষা দত্ত গুপ্ত :

    Valo achi valo theko
    Smritir ghore amay rekho
    Chokher patay megher choway 
    Tumi theko
    Thoter kole alga hasi
    Ami boro valobashi
    Hotath chaowa din gulote
    Tumi theko
    Bishonno din ekla raat
    Kete geche kete jabe
    Tobuo aaj tomar chowar
    Valolagay valobashay
    Ek akash nirobotay
    Tumi chile tumi acho
    Temon theko.

        

    close