Ami Nei Amate Song Lyrics by Imran And Bristy :
আমি নেই আমাতে গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল এবং বৃষ্টি বল্টে বলতে চোলতে চোলতে বাংলা অ্যালবাম থেকে। অভিনয়ে: ইফতেখার অনিক ও সিমু। Mone Hoy Ami Nei Amate Lyrics in Bengali লিখেছেন রবিউল ইসলাম জীবন।
Song : Ami Nei Amate
Singer : Imran Mahmudul & Bristy
Lyrics : Robiul Islam Jibon
Tune & Music : Imran Mahmudul
Story & Direction : Raju Ahmmed
Cinematographer : Kawsar Ahmed
Production : Raj Films
Music Label : Sangeeta
Ami Nei Amate Song Lyrics In Bangla :
জানিনা কেন পৃথিবী আমার
লাগে এত অসহায়
আঁধারের জলে ভাসে জীবন
সব আলো নিভে যায়।
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
রোজ মাঝরাতে, খোঁজে ভাবনাতে
পাই তোমায়,
ভোর ঘুম ভাঙ্গে, ঘোর চোখ রাঙ্গে
নেই তুমি হায়।
ডুব হাতছানি, চুপ মুখখানি
যায় খুঁজে,
দূর কোনখানে, সুর মন টানে
হলো কিযে..
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
নীল সীমানায়, মিলে দুজনায়
হয় যেনো,
হই ঘরছাড়া, রই পথহারা
বলো কেনো?
এই বুকজুড়ে, ওই সুখপোড়ে
বারেবার,
দাগ থেকে যায়, রাগ ঢেকে যায়,
স্মৃতি তোমার।
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
আমি নেই আমাতে লিরিক্স - ইমরান, বৃষ্টি :
Jani Na Keno Prithibi Amar
Laage eto oshohay
Adharer jole bhase jibon
Shob aalo nibhe jaay
Mone Hoy Ami Nei Amate
Hariye gechi sei tomate.