Tui Jiboner Cheye Beshi Lyrics (তুই জীবনের চেয়েও বেশি) Samz Vai | Baul Sukumar

 

Tui Jiboner Cheye Beshi Lyrics (তুই জীবনের চেয়েও বেশি)  Samz Vai | Baul Sukumar


Tui Jiboner Cheye Beshi Lyrics Baul Sukumar And Samz Vai :

তুই জীবনের চেয়ে বেশি গানটি বাউল সুকুমার ও সামজ ভাইয়ের গাওয়া হয়।  অভিনীত: অর্ণব, মিথিলা, ishশী, সুমি এবং শেমা পালমা।  সংগীত পরিচালনা করেছেন অঙ্কুর মাহমুদ।  দেওয়ান লালান আহমেদ রচিত বাংলা ভাষায় গানের লিরিক্স এবং সমজ ভাই রচিত র‌্যাপ গানের লিরিক্স।

Song : Tui Jiboner Cheye Beshi
Singer: Baul Sukumar & Samz Vai
Lyrics : Dewan Lalan Ahmed
Rap Lyrics : Samz Vai
Music : Ankur Mahamud
Tune : Shimul Dip Bijon
Directed by : Eagle Team
DoP : Johir Rayhan
Edit & Color : Bappi
Choreographed by : Md Ruhul Amin
Produced by : Kachi Ahmed
Label : Eagle Music

Tui Jiboner Cheye Beshi Song Lyrics In Bangla :

বন্ধুরে তোর জন্য পরাণ খুইলা দিসি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি। 
তোর মুখটা আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।। 

তোর কাজল কালো চোখ দেইখা
গলায় উঠলো ঢোক,
তোরে আসমানের চাঁদ পাইয়া দিমু
একলা করিস ভোগ,
আমার একতারা নাই
তবু তোরে শোনায় যেমন গান
তুই কান পাতিয়া রাখিস লগে হা হা 
এক খিলি পান। 

একটুখানি না দেখিলে লাগে হাঁসফাঁস
তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ,
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।। 

তোর অন্তরেতে একটু জায়গা
দিলেই আমি খুশি,
তোরে মাথায় তুইলা নিত্য করুম
লাগলে বারোমাসই,
তোরে তাজমহল না দিলেও কিন্তু
দিতে পারুম হাসি,
আর রাজি না হইলে আনুম
হ্যামিলনের বাঁশি। 

পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,
মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি। 

তুই আসমান জমিন খুঁইজা দেখিস
ভালো কইরা খবরটা নিস,
আমি আইনা দিমু একটা সুখেরই আবাস। 

জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন,
তোর জীবনে বাঁচতাম দুইজন। 

জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন,
তোর জীবনে বাঁচতাম দুইজন। 
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরি সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।

তুই জীবনের চেয়েও বেশি লিরিক্স ইংরেজিতে - বাউল সুকুমার ও সেমজ ভাই :
Bondhure tor jonno poran khuilya disi
Tui jiboner jibon taar cheye o beshi
Tor mukhta amar sob haasi sob khushi
Tui je amar moneri sukh sara dibanishi go
Tui jiboner jibon taar cheyeo beshi.



Tags: Tui Jiboner Cheye Beshi Lyrics (তুই জীবনের চেয়েও বেশি)  Samz Vai | Baul Sukumar,Tui Jiboner Cheye Beshi Lyrics, Tui Jiboner Cheye Beshi Song Download
Previous
Next Post »