Tomar Priyo Ritu Barsha Tai Lyrics Upal And Nilanjan :
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই গানের সুর করেছেন উপ সেনগুপ্ত ও নীলাঞ্জন। বৃষ্টি দিবসের বিশেষ বাংলা গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন। গানের রেকর্ডিং এবং অডিও মেশানো টিটো দ্বারা।
Song : Tomar Priyo Ritu Barsha Tai
Vocal : Upal Sengupta And Nilanjan
Lyrics : Nilanjan
Tune : Upal
Musician : Rajat, Bappa, Sibu,
Shantanu, Sunny And Shouvik
Camera and Editing : Mirrorless Production House
Recorded live at : Studio Hindusthan
Tomar Priyo Ritu Barsha Tai Song Lyrics In Bangla :
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
সারা বছর ধরে মেঘ জমাই,
যদিও ইচ্ছেরা সাদাসিধে
সারা বছর থাক না রেইনি ডে।
সারা বছর ধরে বৃষ্টি হোক
শুধু না ভেজে যেন তোমার চোখ,
শ্রাবণে ভরে থাক ফাগুনটাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।
উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে
দিক নুড়িপাথর ডুব সারা বছর আশেপাশে,
উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে
দিক নুড়িপাথর ডুব সারা বছর আশেপাশে।
আমিও রঙিন কাগজের নৌকো বানাই
আসলে সব চিঠি বোঝোনা লক্ষ্মীটি, কাকে পাঠাই।
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাই,
তোমার হাসি ফোটা রোদ্দুরে
মেঘ সফর হোক ঘুরে ঘুরে।
ভিজুক অলিগলি রাজ সড়ক
শুধু না ভেজে যেন তোমার চোখ,
আমিও ঝিরিঝিরি গান শোনাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই লিরিক্স ইংরেজিতে- উপল সেনগুপ্ত ও নীলাঞ্জন :
Tomar Priyo Ritu Barsa Tai
Sara bochor dhore megh jomai
Jodio ichhera sadasidhe
Sara bochor thak na rainy day
Sara bochor dhore brishti hok
Shudhu na bheje jeno tomar chokh
Shrabone bhore thak fagun tai
Tomar Priyo Ritu Barsha Tai
Uthone jol thake
chholat chol ghase ghase
Dik nuri pathor doob
sara bochor ashe pashe
Amio rongin kagojer nouko banai
Asole sob chithi bojhona lokkhiti
kake pathai
Tomar Priyo Ritu Barsha Tai
Purono venge jawa chhata sarai
Tomar hasi fota roddure
Megh sofor hok ghure ghure.
Tags: Tomar Priyo Ritu Barsha Tai Lyrics (তোমার প্রিয় ঋতু বর্ষা তাই) Upal | Nilanjan,Tomar Priyo Ritu Barsha Tai Lyrics, Tomar Priyo ritu Barsha Tai Song Download.