ভালবাসি এ কথাটি হয়নি বলা গানটি বাংলা চলচ্চিত্র সামী স্ত্রীর যুদ্ধ সিনেমার গান। গানটি লিখেছেন কবির বকুল ও গেয়েছেন এন্ড্রু কিশোর, কনক চাঁপা ও বেবী নাজনীন।
Song: Bhalobashi E Kothati Hoyni Bola
Cast: Manna, Shabnur & Purnima
Singer: Andrew Kishore, Baby Naznin & Kanak Chapa
Lyricist: Kabir Bakul
Music: Sawkat Ali Emon
Movie: Shami Strir Juddho
Label: Anupam
Bhalobashi E Kothati Hoyni Bola Lyrics In Bangla :
ভালোবাসি এ কথাটি হয়নি বলাএকই পথে কারো সাথে হয়নি চলা
তাই প্রেম এলো না জীবনে,
প্রেম এলো না বুঝি এই জীবনে।
ভালোবাসি এ কথাটি হয়নি বলা
একই পথে কারো সাথে হয়নি চলা
তাই প্রেম এলো না জীবনে,
প্রেম এলো না বুঝি এই জীবনে।।
হাওয়া এলে পাতা যেন
প্রাণ খুঁজে পাই,
কত কথা মুখে এসে
বোবা রয়ে যায়।
দূর থেকে চেয়ে দেখি
যাকে আমি চাই
একা একা বুকে চাঁপা
বেদনা বাড়ায়।।
চলে যাবে দিন বুঝি
আমি শুধু পথ খুঁজি
পথহারা হয়ে গেছি গোপনে
প্রেম এলো না বুঝি এই জীবনে।
ভালোবাসি এ কথাটি হয়নি বলা
একই পথে কারো সাথে হয়নি চলা
তাই প্রেম এলো না জীবনে,
প্রেম এলো না বুঝি এই জীবনে।
হাজারো মুখের ভীড়ে
একটি ছায়া
কখন যে হয়ে গেছে
স্বপ্ন মায়া,
হয়তো সে জানবে না
বুকের মাঝে
কাকে দেখে সুখেরই
নূপুর বাজে।
প্রেম যেনো বহুরূপী
ধরা দিয়ে চুপিচুপি
বহুদূরে চলে যায় কেমনে....?
প্রেম এলো না বুঝি এই জীবনে।
ভালোবাসি এ কথাটি হয়নি বলা
একই পথে কারো সাথে হয়নি চলা
তাই প্রেম এলো না জীবনে,
প্রেম এলো না বুঝি এই জীবনে।
ভালোবাসি এ কথাটি হয়নি বলা
একই পথে কারো সাথে হয়নি চলা
তাই প্রেম এলো না জীবনে,
প্রেম এলো না বুঝি এই জীবনে।।
হে হে আ হাহা....হে হে আ হাহা,
হে হে আ হাহা....হে হে আ হাহা।
ভালবাসি এ কথাটি হয়নি বলা লিরিক্স ইংরেজিতে - এন্ড্রু কিশোর, কনকচাপা ও বেবী নাজনীন :
Valobashi e kothati hoyni bola
Eki pothe karo sathe hoyni colaTai prem elo na jibone
Prem elo na bujhi ei jibone.
Valobashi e kothati hoyni bola
Eki pothe karo sathe hoyni cola
Tai prem elo na jibone
Prem elo na bujhi ei jibone..
Hawa Ele Pata Jeno
Pran Khuje Pay
Koto Kotha Mukhe Eshe
Boba Roye Jay.
Dur Theke Ceye Dekhi
Jake Ami Cai
Eka Eka Buke Chapa
Bedona Baray
Prem Jeno Bohurupi
Dhora Diye Chupi Chupi
Bohudure Chole Jay Kemone?
Prem Elona Bujhi Ei Jibone.
Valobashi e kothati hoyni bola
Eki pothe karo sathe hoyni cola
Tai prem elo na jibone
Prem elo na bujhi ei jibone.
Valobashi e kothati hoyni bola
Eki pothe karo sathe hoyni cola
Tai prem elo na jibone
Prem elo na bujhi ei jibone..
Tags: Valobashi E Kothati Lyrics, Valobashi E Kothati Hoyni Bola Lyrics, Valobashi E kothati Hoyni Bola Song Lyrics, Bhalobashi e Kothati Hoyni Bola Song Download, Valobashi E Kothati Lyrics Andrew Kishore Kanak Chapa Baby Naznin.