Song : Ghumao Rater Tara (ঘুমাও রাতের তারা)
Singer : Mithu
Lyric : Pradip Saha
Tune : Rajesh
Publisher : DoT Bangla
Ghumao Rater Tara Lyrics Mithu :
ঘুমাও রাতের তারা ঘুমাও চাঁদ
আমি জেগে থাকবো
একা একা কাঁদবো
আজ আমার প্রিয়তমার
ফুলশয্যার রাত (2x)
এভাবেই চলে যাবে সে
ভাবতে পারিনি কখনও
কিছুতেই কোনো কারণে
যাবে না তাকে ফেরানো (2x)
আমি জেগে থাকবো
একা একা কাঁদবো
আজ আমার প্রিয়তমার
ফুলশয্যার রাত
ঘুমাও রাতের তারা ঘুমাও চাঁদ
আমি জেগে থাকবো
একা একা কাঁদবো
আজ আমার প্রিয়তমার
ফুলশয্যার রাত
নীরবে একা একা তার
পুষে রাখি কষ্ট বুকে
হয়তো এঁকে যায় সে
নতুন স্বপ্ন দু’চোখে (2x)
আমি জেগে থাকবো
একা একা কাঁদবো
আজ আমার প্রিয়তমার
ফুলশয্যার রাত
ঘুমাও রাতের তারা ঘুমাও চাঁদ
আমি জেগে থাকবো
একা একা কাঁদবো
আজ আমার প্রিয়তমার
ফুলশয্যার রাত
ঘুমাও রাতের তারা লিরিক্স মিঠুঃ
Gumao rater tara gumao chad
Ami jege thakbo
Aka aka kadbo
Aj amar priyotomar fulsojjar raat
Avabei chole jabe se
Vabte parini kokhono
Kichutei kono karone
Jabe na take ferano