Tumi Kon Kanoner Phul Lyrics (তুমি কোন কানোনের ফুল) Imran | Parsha Mahjaben




Song Information :
Song : Tumi Kon Kanoner Phool
Genre : Rabindra Sangeet
Singer : Imran Mahudul & Parsha Mahjabeen Purnee
Music Arrangements: Imran Mahmudul
Mix master : IMRAN MAHMUDUL
Video direction : Soikat Reza

Lyrics :

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা

কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা

তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও

আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দু'টি তারা ঢালুক কিরণধারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা

তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা

Previous
Next Post »