Tomar khola hawa lyrics (তোমার খোলা হাওয়া) Sreedhara Mallick



তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো...
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো...
রেখোনা আর, রেখোনা আর...
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
মাঝির লাগি আছি
সকল রাত্রি বেলা
ডেউ গুলো জে আমায় নিয়ে
করে ছেলে খেলা
মাঝির লাগি আছি
সকল রাত্রি বেলা
ডেউ গুলো জে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিছে
ডোরবো না তোর ভ্রুকুটিতে
ঝড়কে আমি করব মিছে
ডোরবো না তোর ভ্রুকুটিতে
দাও ছেরে দাও
তুফান ফেলে বাচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে এএএএএ...
তোমার খোলা হাওয়া...
Previous
Next Post »