Song Info :
Song : O Amar Shundori Bodhu (ও আমার সুন্দরি বধূ)
Singer : Monir Khan.
Movie : Boma Hamla'
Directed By : Malek Afsari.
Staring : Manna and Shimla.
Label: Digital Entertainment.
Lyrics:
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ
মনেরই স্বপ্ন সত্যি হলো
লজ্জা রাঙা ঐ মুখ তুলো,
মনেরই স্বপ্ন সত্যি হলো
লজ্জা রাঙা ঐ মুখ তুলো।
আসবে ঘরে আসবে রে,
আলো করে আসবে যে....
সে হবে রে মধ্যমনি এই দেশেরই বুকেতে
তার সুনামে আমাদেরই ভরবে রে মন সুখেতে।
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ।
চাঁদটাকে এনে টিপ বানিয়ে ঐ কপালেতে পড়াবো
স্বপ্ন চাঁদরে একটু আদরে বুকে তোমায় জড়াবো
তোমারই মুক্ত হাসি, আমি যে বড় ভালোবাসি।
অন্ধকারের মাঝেও তুমি আলো আমার চলার পথে।
বধূ বধূ হয়ে বধূ,তোমারই পাশে রবো শুধু,
বধূ বধূ হয়ে বধূ,তোমারই পাশে রবো শুধু।
রংধনু রঙে ঐ দুটি চোখে রাঙ্গিয়ে দেবো আমি
এই পৃথিবীতে নেই কোনকিছু তোমারই চেয়ে দামি
এ যেন স্বর্গ পাওয়া,পূর্ন হলো সব চাওয়া
দুঃখ সুখের মাঝে তুমি আলো হয়ে আছো সাথে।
বধূ বধূ হয়ে বধূ,তোমারই পাশে রবো শুধু।
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ
মনেরই স্বপ্ন সত্যি হলো
লজ্জা রাঙা ঐ মুখ তুলো,
মনেরই স্বপ্ন সত্যি হলো
লজ্জা রাঙা ঐ মুখ তুলো।
আসবে ঘরে আসবে রে,
আলো করে আসবে যে....
সে হবে রে মধ্যমনি এই দেশেরই বুকেতে
তার সুনামে আমাদেরই ভরবে রে মন সুখেতে।
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ
বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ।