Mon Valo Nei Lyrics (মন ভালো নেই) Anupam Roy




Mon Bhalo Nei Lyrics By Anupam Roy :

সাহেব বিবি গোলাম বাংলা মুভি ২০১৬ সালের মন ভালো নেই লিরিক্স। এই গানটি অনুপম রায় গেয়েছেন।  অঞ্জন দত্ত অভিনীত, স্বস্তিকা মুখোপাধ্যায়, ইত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র ও অন্যান্য প্রমুখ।  অনুপম রয় লিখেছেন বাংলা গানের লিরিক্স।  এই সিনেমাটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।

Movie - Saheb Bibi Golam
Singer/Music - Anupam Roy
Lyrics - Anupam Roy
Story/Direction - Pratim D. Gupta
Background Score - Neel Adhikari
DOP - Gairik Sarkar
Produced by - Firdausul Hasan & Probal Halder


Mon Bhalo Nei Lyrics :

কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলায়সব অচল (x2)

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমালতবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভালো নেইভালো নেই
মন ভালো নেইভালো নেই
তাই ভালো নেইভালো নেই
মন ভালো নেইভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চক

খবর আসেবারো মাসে
তের ভাবেছোঁয়া যায়
বেঁচে ওঠেসেই সকালে
গাছের পাতাভরসা পায়

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমালতবু সে 
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..

তাই ভাল নেইভাল নেই
মন ভাল নেইভাল নেই
তাই ভাল নেইভাল নেই
মন ভাল নেইভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক।
Previous
Next Post »