Hey Rob Lyrics (হে রব) Taar Chera Band

Hey Rob Lyrics By Taar Chera Band


Song Info :
Song: Hey Rob 
Band: Taar Chera Band 
Members: Khaled Munna, Sumon Reza Khan & Vagabond Tapan.
Label: Dhruba Music Station

Hey Rob Lyrics By Taar Chera Band:

আল্লাহ...............
হে রব, হে রব তুমি স্রষ্টা ধরনি
হে রব, এ রব তুমি আররতজাত সৃষ্টি
হে রব, হে রব তুমি স্রষ্টা ধরনি
হে রব, এ রব তুমি আররতজাত সৃষ্টি।
পাপি তাপি বান্দা আমরা, তোমার দয়া চাই
তুমি রহমানুর রাহিম, তোমার পানা চাই
পুলসিরাতের পথে যেন আল্লাহ তোমায় পাই
হে আল্লাহ তোমায় যেন পাই, হে আল্লাহ তোমায় যেন পাই
হে আল্লাহ তোমায় যেন পাই।

হায়াত ময়ুত তোমার হাতে
তোমার নিখিল দুনিয়াতে,
আমরা দুইদিনের মেহমান
ইয়া গাফুরুর রাহিম তুমি মে জীবান।
হায়াত ময়ুত তোমার হাতে
তোমার নিখিল দুনিয়াতে,
আমরা দুইদিনের মেহমান
ইয়া গাফুরুর রাহিম তুমি মে জীবান।
ইয়া রাহমানুর রাহিম,ইয়া গাফুরুর রাহিম
ইয়া রাহমানুর রাহিম,ইয়া গাফুরুর রাহিম।
তোমার রাসূলের উসিলায় বান্দার পাপ মুক্তি চাই
তোমার নূরের রসুনের বান্দার পাপ মুক্তি চাই।
আখেরাতের দিনে তোমার রহম চাই,
হে আল্লাহ তোমার রহম চাই,হে আল্লাহ তোমার রহম চাই।

ফেরেস্তা কোন জ্বীন ইনসান,সিজদাহ রতন তামাম জাহান
তোমার পবিত্র কিবলা,ইয়া রাব্বুল আলামিন, লা শারিকালাহ।
ফেরেস্তা কোন জ্বীন ইনসান,সিজদাহ রতন তামাম জাহান
তোমার পবিত্র কিবলা,ইয়া রাব্বুল আলামিন, লা শারিকালাহ।
ইয়া রাহমানুর রাহিম, ইয়া গাফফারুর রাহিম,
ইয়া রাহমানুর রাহিম, ইয়া গাফফারুর রাহিম।

তোমার রাসূলের উসিলায় বান্দার পাপ মুক্তি চাই
তোমার নূরের রসুনে বান্দার পাপ মুক্তি চাই।
হাসরের ময়দানে আল্লাহ তোমার রহম চাই,
হে আল্লাহ তোমার রহম চাই,হে আল্লাহ তোমার রহম চাই।
হে আল্লাহ তোমার রহম চাই।

হে রব, হে রব তুমি স্রষ্টা ধরনি
হে রব, এ রব তুমি আররতজাত সৃষ্টি
হে রব, হে রব তুমি স্রষ্টা ধরনি
হে রব, এ রব তুমি আররতজাত সৃষ্টি।
পাপি তাপি বান্দা আমরা, তোমার দয়া চাই
তুমি রহমানুর রাহিম, তোমার পানা চাই
পুলসিরাতের পথে যেন আল্লাহ তোমায় পাই
হে আল্লাহ তোমায় যেন পাই, হে আল্লাহ তোমায় যেন পাই
হে আল্লাহ তোমায় যেন পাই।
Previous
Next Post »