ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চইলা যাও গুরুর কাছে
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাই তাম
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাই তাম
জ্ঞান নয়ন খুলিয়া যাইত
দেখতে পাইতাম চোখের সামনে
চইলা যাও গুরুর কাছে
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাই তাম
মেকার যদি হইতাম আমি
ঘড়ির জুয়েল পাল্টাই তাম
জ্ঞান নয়ন খুলিয়া যাইত
দেখতে পাইতাম চোখের সামনে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
একখান চাবি মাইরা
ও একখান চাবি মাইরা
দিছে ছাইড়া
চাবি মাইরা
দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
"মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
নয়টি খোলা একটি বন্ধ
গোপনে একটি তালা আছে।
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
ও একখান চাবি মাইরা
দিছে ছাইড়া
চাবি মাইরা
দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
"মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
মাটির একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
নয়টি খোলা একটি বন্ধ
গোপনে একটি তালা আছে।
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
ঘড়ির হেয়ার স্প্রিং জেবড়া কেচিং
লিভার হইলো কলিজায়
ছয় তার বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়
দিবানিশি প্রেম খেলায়
ঘড়ির হেয়ার স্প্রিং জেবড়া কেচিং
লিভার হইলো কলিজায়
ছয় তার বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়
দিবানিশি প্রেম খেলায়
তিন পাটে তার গড়ন সারা
বয়লারের মেশিনের ঘোড়া
তিন পাটে তার গড়ন সারা
বয়লারের মেশিনের ঘোড়া
তিনশ ষাটটি ইশকুরুপ মারা
ষোলজন পহরি আছে।
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
এমন সাধ্য কার আছে ভাই
এমন ঘড়ি তৈয়ার করে
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে
এমন সাধ্য কার আছে ভাই
এমন ঘড়ি তৈয়ার করে
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে
তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে
তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে তুই চিনে নিলে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
একখান চাবি মাইরা
ও একখান চাবি মাইরা
দিছে ছাইড়া
চাবি মাইরা
দিছে ছাইড়া
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি