Song Info :
Song : Tomra Pabe Jannat
Singer : Kazi Shuvo
Lyric : Robiul Islam Jibon
Tune : Kazi Shuvo
Music : Kazi Shuvo
Album : Tomra Pabe Jannat
Label : Cd Choice
Cast : Kazi Shuvo
Video Making : Faisal Khan Shuvo
Tumra Pabe Jannat Lyrics By Kazi Shuvo:
খাস নিয়তে পড়ে নামাজ, করলে মোনাজাত
খোদা তায়ালা দেন গো তারে, অনেক মাগফিরাত।
আল কোর আনের অর্থ জানো....
আল কোর আনের অর্থ জানো
নবী রাসূল রব কে মানো
তোমরা পাবে জান্নাত,তোমরা পাবে জান্নাত,
তোমরা পাবে জান্নাত,তোমরা পাবে জান্নাত। (x2)
মিছে এই দুনিয়া দারি ছেড়ে যেতে হবে
বাড়ী গাড়ী টাকা পয়সা সবই পরে রবে,
মিছে এই দুনিয়া দারি ছেড়ে যেতে হবে
বাড়ী গাড়ী টাকা পয়সা সবই পরে রবে।
দ্বীনের উপর ঈমান আনো...
দ্বীনের উপর ঈমান আনো শান্তির ঐ পথকে চেনো
তোমরা পাবে জান্নাত, তোমরা পাবে জান্নাত,
তোমরা পাবে জান্নাত,তোমরা পাবে জান্নাত।
আমল ছাড়া কবরেতে হবে না কেউ সাথী
অন্ধকার ওই মাটির ঘরে কাটবে দিবা-রাতি,
আমল ছাড়া কবরেতে হবে না কেউ সাথী
অন্ধকার ওই মাটির ঘরে কাটবে দিবা-রাতি।
দ্বীনের উপর ঈমান আনো...
দ্বীনের উপর ঈমান আনো শান্তির ঐ পথকে চেনো
তোমরা পাবে জান্নাত, তোমরা পাবে জান্নাত,
তোমরা পাবে জান্নাত,তোমরা পাবে জান্নাত।
খাস নিয়তে পড়ে নামাজ, করলে মোনাজাত
খোদা তায়ালা দেন গো তারে, অনেক মাগফিরাত।
আল কোর আনের অর্থ জানো....
আল কোর আনের অর্থ জানো
নবী রাসূল রব কে মানো
তোমরা পাবে জান্নাত,তোমরা পাবে জান্নাত,
তোমরা পাবে জান্নাত,তোমরা পাবে জান্নাত। (x2)