Sona Pakhi Lyrics (সোনা পাখি) Belal Khan | Shilpi Bishwas

Sona Pakhi Lyrics By Belal Khan & Shilpi Bishwas


Sona Pakhi Lyrics By Belal Khan And Shilpi Bishwas :

Song Info :
Song : Shona Pakhi 
Singer : Belal Khan & Shilpy Biswash 
Lyric : Jibon Mahmud
Tune : Belal Khan
Music : Musfiq Litu
Album : Shona Pakhi
Label : Cd Choice
Cast : Karno & Masler Yasin
Director : M Ferdous Reza

Sona Pakhi Lyrics By Belal Khan & Shilpi Bishwas:

শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি,
শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি...(২)

কত সুখের দিন ছিল,
সবই যে হারিয়ে গেল
আসবি ফিরে তুই,
সে আশায় থাকি...

শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি,
শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি,...

হৃদয় আছে, স্বপ্ন আছে
নেই শুধু হায় তুমি কাছে,
তোকে ছাড়া বলনা জীবন,
কিভাবে একা বাঁচে...(২)

আমার ভেতর,বাহির শুধু,
সারাক্ষণ তোকে রাখি...

শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি,
শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি...(২)

রজনী ফুরিয়ে ভোর হয়,
শুধু তোরই স্মরণে,
কতটা যে নিঃস্ব আমি,
বুঝলেনা এই জীবনে...(২)

বিষাদের রঙ তুলিতে রোজ,
তোর মুখ ছবি আঁকি...

শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি,
শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি...

কত সুখের দিন ছিল,
সবই যে হারিয়ে গেল
আসবি ফিরে তুই,
সে আশায় থাকি...

শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি,
শুধু তোরই জন্য,
কাঁদে মন সোনা পাখি...(২)

Previous
Next Post »