O Hey Shyam Lyrics ( ও হে শ্যাম) Imran And Kona :
Song Info :
Film: Poramon 2
Singer: Imran Mahmudul & Kona
Music: Emon Shah
Lyrics: Shah Alam Sarkar
Director: Raihan Rafi
D.O.P : Saiful Shahin
Choreographer: Jayesh Pradhan
Starring: Siam Ahmed & Pujja Cherry Roy
Produce By: Jaaz multimedia
Film: Poramon 2
Singer: Imran Mahmudul & Kona
Music: Emon Shah
Lyrics: Shah Alam Sarkar
Director: Raihan Rafi
D.O.P : Saiful Shahin
Choreographer: Jayesh Pradhan
Starring: Siam Ahmed & Pujja Cherry Roy
Produce By: Jaaz multimedia
O Hey Shyam Lyrics In Bangla :
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো। - [ ২ বার ]
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো। - [ ২ বার ]
বাগিচার ফুল তুমি,
তুলি আইনাছি আমি,
মালা গেঁথে গলায় পড়িব,
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম...!
তুলি আইনাছি আমি,
মালা গেঁথে গলায় পড়িব,
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম...!
বুকের মাঝে লুকাইয়িয়া
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লোক জানুক।
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লোক জানুক।
হো... বুকের মাঝে লুকাইয়িয়া
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লোক জানুক।
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লোক জানুক।
আকাশেরও চাঁদ তুমি,
দরিয়া আইনাছি আমি।
সারা অঙ্গেতে মাখিবো ,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
দরিয়া আইনাছি আমি।
সারা অঙ্গেতে মাখিবো ,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম...!
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম...!
সুভাসও মিশিয়া থাকে
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
ও... সুভাসও মিশিয়া থাকে
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
সাত রাজার ধন তুমি,
খুঁজিয়া পাইয়াছি আমি,
মনের মনি কোঠায় রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
খুঁজিয়া পাইয়াছি আমি,
মনের মনি কোঠায় রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো। - [ ২ বার ]
ও হে শ্যাম।
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো। - [ ২ বার ]
ও হে শ্যাম।