Maatir Rong (unplugged) | Lockdown Version
দীর্ঘদিন গৃহবন্দী দুটি মানুষের এক সঙ্গে গান করার ইচ্ছে। এই চার দেওয়ালেই খুঁজে নিচ্ছি মুক্তির স্বাদ। সুস্থ হয়ে উঠুক প্রকৃতি, আমরা আবার সুস্থ জীবনে ফিরব, এই আশা নিয়ে গাইতে থাকি - মাটির রং।
Lyrics & Music - Anupam Roy
Vocals - Piya and Anupam
Guitar - Anupam
Live Mix - Debojit Sengupta
Artwork - Sujoy Chowdhury
Matir Rong Lyrics By Piya And Anupam:
মায়ের শাড়ী রেলিং থেকে ঝোলে
এক দু ফোঁটা জলের কণা পাই,
আমার পাড়া রিক্সাওয়ালা গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই।
মাটির রঙে মাটির কাছাকাছি
কুয়োর নীচে অনেক নীচে জল,
গ্রীষ্মকালে বাছুরগুলো দারুণ রোদে কাঁদে
রাস্তা মোছে দিনের কোলাহল।
আ.. আহা.. আ.. আহা...
আমার গাছে পায়নি যারা ছায়া
আমার গাছে পায়নি যারা ফল,
তাদের কাছে আমায় নিয়ে চলো
তাদের বুঝি অন্য কোনো দল।
তাদের বুঝি জানালাগুলো বন্ধ করে রাখা
তাদের বুঝি দুচোখ ভরা জল।
বৃষ্টি এলে মাখবো কাদা মাঠে
চুল ভেজাবো ইচ্ছে করে রোজ,
নোংরা জলে হাত ডোবাবো
কবজি থেকে কনুই
পেতেও পারি নতুন কিছু খোঁজ।
আ.. আহা.. আ.. আহা...
কখন তুমি ডাকপিওনে আসো
কখন ছুটি পাথর ফেলা বাঁক,
যখন কিছু কচুরিপানা ভেসে
খেজুর গুড়ে শীতের কালে হাঁক।
ওদের বুঝি বায়না করা স্বভাব ধরে গেছে
আজকে তবে ওদের কথা থাক।
মায়ের শাড়ী রেলিং থেকে ঝোলে
এক দু ফোঁটা জলের কণা পাই,
আমার পাড়া রিকশাওয়ালা গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই।
আ.. আহা.. আ.. আহা...
মাটির রং লিরিক্স:
Maayer shari railing theke jhole
Ek du fota joler kona pai
Amar para rikshawala gaan shuniye gelo
Panchile ghera bagan kache jai
Matir range matir kachha kachhi
Kuor niche onek niche jol
Girshokale bachur gulo darun rode kaande
Rasta moche diner kolahol
Amar gache payni jara chaya
Amar gache payni jara fol
Tader kache amay niye cholo
Tader bujhi onno kono doll
Tader bujhi janla gulo bondho kore rakha
Tader bujhi duchokh bhora jol