Ei Bidaye Lyrics (এই বিদায়ে) Artcell

Ei Bidaye Lyrics By Artcell


Song Info :
Song : Ei Bidaye
Singer : Artcell
Lyrics : Artcell 
Tune : Artcell

Ei Bidaye Lyrics By Artcell:
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ...
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে ...
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে।

Previous
Next Post »